Logo

শুধু জ্যাকুলিন নয়, সুকেশের ফাঁদে আরও তিন নায়িকা

profile picture
জনবাণী ডেস্ক
২২ সেপ্টেম্বর, ২০২২, ২৩:৪৫
10Shares
শুধু জ্যাকুলিন নয়, সুকেশের ফাঁদে আরও তিন নায়িকা
ছবি: সংগৃহীত

কিছুদিন থেকেই বলিউড পাড়ায় আলোচিত নাম সুকেশ চন্দ্রশেখর। একের পর এক বিস্ফোরক তথ্য আসছে সুকেশকে ঘিরে। আলোচিত ২০০ কোটি রুপি প্রতারণার মামলায় ‘প্রতারক’ ...

বিজ্ঞাপন

কিছুদিন থেকেই বলিউড পাড়ায় আলোচিত নাম সুকেশ চন্দ্রশেখর। একের পর এক বিস্ফোরক তথ্য আসছে সুকেশকে ঘিরে। আলোচিত ২০০ কোটি রুপি প্রতারণার মামলায় ‘প্রতারক সুকেশ এখন দিল্লির রোহিণী জেলে বন্দি রয়েছেন।

নোরা ফাতেহি থেকে শুরু করে জ্যাকুলিন ফার্নান্ডেজ কার সাথে না ঘনিষ্ঠাতা ছিলো সুকেশের। এবার সেই তালিকায় যুক্ত হলো আর তিন অভিনেত্রীর নাম।

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়, ২০২১ সালের মে মাসে সুকেশের নিশানায় ছিলেন সারা আলি খান। সারাকে সোশ্যাল সাইটে ম্যাসেজ করেন সুকেশ। নিজের পরিচয় দিয়েছিলেন সুরজ রেড্ডি নামে। সুকেশ সারাকে জানায় যে তাঁকে একটি গাড়ি উপহার দিতে চায় সে। সুকেশের সিইও পিঙ্কি ইরানি সারার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা

বিজ্ঞাপন

করে। এই পিঙ্কিই তাঁর সঙ্গে যোগাযোগ করিয়ে দিয়েছিল জ্যাকুলিনের। ইতোমধ্যেই সারাকে সে বিষয়ে জেরা করেছে ইডি। সারা জানিয়েছেন যে, বারবারই সুকেশের উপহার ফিরিয়ে দিয়েছে সে। তবে সারাকে বহুমূল্যের একটি ঘড়ি ও এক বাক্স চকোলেট উপহার হিসাবে পাঠিয়েছিলেন সুকেশ।

বিজ্ঞাপন

অন্যদিকে জাহ্নবী কাপুরকে নিশানা করেছিলেন সুকেশের স্ত্রী অভিনেতা লীনা মারিয়া পল। জাহ্নবীকে আঠারো লক্ষ টাকার উপহার দিয়েছিলেন সুকেশ। লীনা জাহ্নবীকে তাঁর পরিচয় দিয়েছিলেন একটি স্যালোঁর মালকিন হিসাবে। সুকেশ ও লীনা পরিচয় না জেনেই লীনার স্যাঁলোর উদ্বোধন করেছিলেন জাহ্নবী। যার জন্য ১৮ লক্ষ ৯৪ হাজার টাকা নিয়েছিলেন অভিনেতা।

বিজ্ঞাপন

সুকেশের অ্যাসোসিয়েট পিঙ্কি ইরানি যোগাযোগ করেছিলেন ভূমি পেডনেকরের সঙ্গেও। নায়িকাকে তার পরিচয় দেন লিউড এক্সপ্রেসের এইচআর নামে। পিঙ্কি বলেছিলেন যে তাঁদের গ্রুপ চেয়ারম্যান সুরজ রেড্ডি ভূমির ফ্যান। তাঁকে একটি গাড়ি উপহার দিতে চেয়েছিলেন সুরজ ওরফে সুকেশ। এমনকি সুকেশ নিজেও তাঁকে ফোন করেছিলেন বলে জানান ভূমি। তবে তার থেকে কোনও উপহার নেননি নায়িকা।

ওআ/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD