‘লাল শাড়ি’র হল বাড়লো
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৭:১২ অপরাহ্ন, ৬ই জুলাই ২০২৩
এবারের ঈদে ঢালিউড কুইন খ্যাত অভিনেত্রী অপু বিশ্বাসের ‘লাল শাড়ি’ সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পায়। অভিনয়ের পাশাপাশি সরকারি অনুদানের এই সিনেমা প্রযোজনা করেছেন এ অভিনেত্রী। সিনেমাটি মুক্তির দ্বিতীয় সপ্তাহে হল সংখ্যা বেড়েছে বলে গণমাধ্যমকে নিশ্চিত করেন অপু।
সিনেমাটি মুক্তির পর ব্লকবাস্টার সিনেমাস, লায়নসহ দেশের ১২টি হলে প্রদর্শিত হচ্ছে সিনেমাটি। আগামীকাল শুক্রবার (৭ জুলাই) থেকে ১৩টি হলে চলবে এটি।
আরও পড়ুন: মিডিয়ার কোনও মানুষকে বিয়ে করব না: পূজা
অভিনেত্রী অপু বিশ্বাস এক যুগেরও বেশি সময়ে ১০০টি ছবিতে অভিনয় করেছেন। একটা সময় ছিল ঈদের সিনেমা মানেই অপু-শাকিব জুটি। দীর্ঘদিন পর ‘লাল শাড়ি’ সিনেমার মাধ্যমে দর্শক তাদের প্রিয় নায়িকাকে ফের ঈদে পেয়েছেন। তানভীর আহমেদ সিডনীর কাহিনি ও সংলাপে সিনেমাটি বানিয়েছেন বন্ধন বিশ্বাস।
জানা গেছে, বাংলাদেশের ঐতিহ্যবাহী তাঁতশিল্প নিয়ে ‘লাল শাড়ি’ তৈরি হয়েছে। প্রধান চরিত্রে অভিনয়ও করছেন অপু বিশ্বাস ও চিত্রনায়ক সাইমন সাদিক।
আরও পড়ুন: শাকিব ইস্যুতে যা বললেন নিশো
সিনেমা নিয়ে বন্ধন বিশ্বাস জানান, “লাল শাড়ি আমাদের দেশের তাঁতি জনগোষ্ঠীর গল্প। বাংলাদেশের শাড়ি একসময় দেশের বাইরে সমাদৃত ছিল। আমরা জামদানির হারানো ঐতিহ্য তুলে ধরেছি এ সিনেমায়। ”
জেবি/এসবি