দেড় মাসের ছুটিতে তামিম, ফিরবেন এশিয়া কাপে অধিনায়ক হিসেবে
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ০৭:১১ অপরাহ্ন, ৭ই জুলাই ২০২৩
প্রধানমন্ত্রীর অনুরোধে অবসরের ঘোষণা প্রত্যাহার করেছেন টাইগার দলের অধিনায়ক ও ওপেনার তামিম ইকবাল খান। তবে এখনই ক্রিকেটে ফিরছেন না তিনি।
সূত্র থেকে জানা গেছে, আপাতত দেড় মাসের ছুটিতে থাকবেন বাংলাদেশ দলের ড্যাশিং এই ওপেনার। আর এশিয়া কাপে অধিনায়ক হিসেবে খেলবেন তিনি।
গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে বিশেষ বৈঠক শেষে তামিম ইকবাল সাংবাদিকদেরকে জানান, দুপুরে প্রধানমন্ত্রী আমাকে দাওয়াত দেন। উনার সঙ্গে অনেকক্ষণ আলোচনা হয়েছে। আমাকে ক্রিকেটে ফিরতে বলেছেন তিনি। আর প্রধানমন্ত্রী আমাকে দেড় মাসের ছুটি দিয়েছেন। এই সময়ের মধ্যে পুরো সুস্থ ও ফিট হওয়ার জন্য প্রয়োজনীয় চিকিৎসা নেওয়ার পরামর্শ দিয়েছেন।
আরও পড়ুন: অবসর ভেঙে ক্রিকেটে ফিরলেন তামিম
তামিম অবসর ভেঙে ফেরার সিদ্ধান্ত জানানোর পর বলেন, ‘এরপর পাপন ভাই কথা বলবেন।’
পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানান, তামিমের প্রেস কনফারেন্সটা দেখে আমার একটা ধারণা হয়েছিলো, হয়তো সে আবেগপ্রবণ হয়ে সিদ্ধান্তটা নিয়েছে। বিশ্বাস ছিল, সামনাসামনি বসলে একটা সমাধানে আসতে পারবো।
জেবি/ আরএইচ/