ফিরছেন চিত্রনায়ক কাজী মারুফ


Janobani

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১১:৫১ পূর্বাহ্ন, ৯ই জুলাই ২০২৩


ফিরছেন চিত্রনায়ক কাজী মারুফ
কাজী মারুফ | ফাইল ছবি

ঢালিউডের একসময়ের জনপ্রিয় অভিনেতা কাজী মারুফ। তার বাবার গুণী নির্মাতা কাজী হায়াতের হাত ধরে ‘ইতিহাস’ ছবির মধ্য দিয়ে অভিনয় জগতে পা রাখেন এই অভিনেতা।


প্রথম ছবিতেই বাজিমাত করেছিলেন তিনি। শুধু তাই নয়, সেরা অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও অর্জন করেন মারুফ।


তবে বর্তমানে কোনো এক অজানা কারণে বাংলাদেশ পাড়ি দিয়েছেন আমেরিকায়। সেখানে ব্যবসা করছেন। এর মাঝেই ছবি নির্মাণের পাশাপাশি আবারও অভিনয়ে ফিরছেন এ অভিনেতা।


আরও পড়ুন: বিবাহবার্ষিকীতে সৌদকে নিয়ে যা বললেন সুবর্ণা মুস্তাফা


আগামী ৬ জুলাই বাংলাদেশে আসছেন জানিয়ে কাজী মারুফ জানান, “আমাদের নতুন কয়েকটা কাজের কথা হয়েছে। মূলত সেই বিষয়ে কথা বলতেই দেশে ফিরছি। আশা করছি, আগামী সেপ্টেম্বর মাস থেকে শুটিং শুরু করব। তবে এখনই সিনেমার কোনো বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি না।”


জেবি/এসবি