বিবাহবার্ষিকীতে সৌদকে নিয়ে যা বললেন সুবর্ণা মুস্তাফা
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ০৭:৩৪ অপরাহ্ন, ৮ই জুলাই ২০২৩
দেশবরেণ্য অভিনেত্রী, সংসদ সদস্য সুবর্ণা মুস্তফা ও নির্মাতা বদরুল আনাম সৌদের বিয়ের ১৫ বছর পূর্ণ হয়েছে গতকাল শুক্রবার (৭ জুলাই) । বিশেষ এই দিনটি উপলক্ষে ফেসবুকে স্ট্যাটাস দেন সুবর্ণা মুস্তাফা।
যেখানে স্বামী সৌদের সঙ্গে কয়েকটি ছবি শেয়ার করে এই অভিনেত্রী লিখেছেন, “শুভ বিবাহবার্ষিকী প্রিয় সৌদ। আমাদের একসঙ্গে ১৫ বছরের এই সময়টাতে আমরা অনেক উত্থান-পতনের মধ্য দিয়ে গিয়েছি।”
আরও পড়ুন: মানুষের মন কত ছোট হতে পারে‘ছি’: অহনা
তিনি আরও লেখেন, “সেখানে ভালো সময় যেমন ছিল, তেমনি ছিল খারাপ সময়। কিন্তু আমরা সবসময়ই ঐ খারাপ সময়গুলো পার করে গিয়েছি। আমরা একজন আরেকজনকে ভালোবাসা এবং শ্রদ্ধার মাধ্যমে উভয়েই শক্তি খুঁজে পেয়েছি। তোমাকে সবসময় ভালোবাসি।”
আরও পড়ুন: বাথরুমে মিলল জনপ্রিয় গায়িকার মরদেহ
সুবর্ণা মুস্তাফার ওই পোস্টে তাদের দুজনকে শুভেচ্ছা জানিয়েছেন দেশের শোবিজ তারকাদের অনেকেই।
উল্লেখ্য, দীর্ঘ ২২ বছর সংসারের পর ২০০৮ সালে প্রখ্যাত অভিনেতা হুমায়ূন ফরিদীর সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয় সুবর্ণা মুস্তাফার। ওই বছরেরই ৭ জুলাই তিনি বিয়ে করেন পরিচালক বদরুল আনাম সৌদকে।
জেবি/এসবি