মানুষের মন কত ছোট হতে পারে‘ছি’: অহনা
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৪:২৪ অপরাহ্ন, ৮ই জুলাই ২০২৩
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী অহনা রহমান। এবারের ঈদুল আজহায় বেশ কয়েকটি নাটকে অভিনয় করেছেন তিনি।
সম্প্রতি আহনা ও তার মা অসুস্থবোধ করায় দুজনেই ভারতে গিয়েছেন চিকিৎসার জন্য। কিন্তু কিছু মানুষ তাদের ভারত সফরের পিছনে ভিন্ন কারণ মনে করছেন।
আরও পড়ুন: বাথরুমে মিলল জনপ্রিয় গায়িকার মরদে
বিষয়টি নিয়ে ক্ষুব্ধ হয়েছেন এ অভিনেত্রী। নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে ক্ষোভ প্রকাশ করে অভিনেত্রী লেখেন, “আমি এবং আমার মা আমরা দুইজনেই অনেক অসুস্থ, তাই ভারতে ডাক্তার দেখাচ্ছি। তিনদিন সকাল থেকে রাত পর্যন্ত হাসপাতালে কাটাচ্ছি। কিন্তু কিছু ছোটলোক আছে যারা ভাবেন, আমরা সম্ভবত পার্টি করতে আসছি।”
অহনা আরও লেখেন, “মানুষের মন কত ছোট হতে পারে...‘ছি’। আল্লাহ্ সবাইকে হেদায়েত দান করুক আমিন।”
আরও পড়ুন: আমার আর সৃজিতের সম্পর্ক স্বামী-স্ত্রীর মতো: যিশু
অহনার সেই পোস্টের মন্তব্য করেছেন অভিনেতা ও নির্মাতা কচি খন্দকার, অভিনেত্রী শাহনাজ খুশিসহ আরও অনেকে। সকলেই অভিনেত্রী ও তার মায়ের সুস্থতা কামনা করেছেন। সেইসঙ্গে সমালোচকদের কথা কানে না নেওয়ার পরামর্শ দিয়েছেন।
জেবি/এসবি