শাকিবের প্রশংসায় মাহিয়া মাহি
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৭:১৩ অপরাহ্ন, ৯ই জুলাই ২০২৩
ঢাকাই ছবির অভিনেত্রী মাহিয়া মাহি। বর্তমানে স্বামী-সন্তান আর সংসার নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। চলচ্চিত্রাঙ্গন থেকে রয়েছেন কিছুটা দূরে।
শনিবার (৯ জুলাই) হঠাৎ করেই ছবি দেখতে আসেন এই চিত্রনায়িকা। রায়হান রাফি নির্মিত ‘সুরঙ্গ’ সিনেমা দেখে প্রশংসায় ভাসালেন তিনি।
এ সময় মাহি বলেন, “রাজনীতি ও মা হওয়ার কারণে অনেকদিন সিনেমা সংশ্লিষ্ট বিষয় থেকে দূরে ছিলাম। ফের সিনেমা রিলেটেড অনুষ্ঠানগুলোতে হাজির হচ্ছি। অনেকদিন পর ‘সুরঙ্গ’ সিনেমা দেখতে এসে মনে হয়েছে, এটা আমার পরিবারের অংশ। শিগগির আমি চলচ্চিত্রে ফিরবো। কিছু গল্প হাতে আছে। দেখছি, কোনটা দিয়ে কাজ শুরু করা যায়।”
আরও পড়ুন: আমার যা ইচ্ছা সেটাই পরব: উরফি
অপরদিকে ‘প্রিয়তমা’ সিনেমা নিয়েও কথা বলেন এ অভিনেত্রী। তিনি বলেন,“প্রিয়তমা সিনেমায় কি দারুণভাবে উপস্থাপন করা হয়েছে! সেটা অবাক হওয়ার মতোই। আমরা হলিউড বা বলিউড সিনেমার নায়কদের দেখি- তারা একেক সময় একক লুকে ধরা দেন। শাকিব ভাই তেমনি করেছেন। এছাড়া এই সিনেমার গানগুলোও অনেক সুন্দর হয়েছে। ‘ঈশ্বর’ শিরোনামের গানটি যে কতবার দেখেছি তার হিসেব নেই। আমাদের সিনেমা ইন্ডাস্ট্রি বাঁচাতে এমন সিনেমাই দরকার।”
জেবি/এসবি