চীনে কিন্ডারগার্টেনে ছুরি হামলায় নিহত ৬
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১২:২৭ অপরাহ্ন, ১০ই জুলাই ২০২৩
চীনে একটি কিন্ডারগার্টেনে ছুরি হামলায় কমপক্ষে ৬ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও এক জন।
সোমবার (১০ জুলাই) দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় গুয়াংডং প্রদেশের একটি কিন্ডারগার্টেনে এই ঘটনা ঘটে। জানা যায়, নিহতদের মধ্যে একজন শিক্ষক, দু’জন অভিভাবক এবং বাকি তিনজন শিক্ষার্থী।
গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, পুলিশ জানিয়েছে, এই ঘটনায় তারা ২৫ বছর বয়সী একজনকে গ্রেফতার করেছে এবং হামলার কারণ অনুসন্ধান করছে।
অবশ্য হামলায় হতাহতদের সম্পর্কে কোনও বিবরণ প্রকাশ করেনি পুলিশ। তবে এটিকে ‘ইচ্ছাকৃত হামলা’ বলে অভিহিত করা হয়েছে।
পুলিশ জানায়, সোমবার স্থানীয় সময় সকাল ৭টা ৪০ মিনিটে এই হামলার ঘটনা ঘটে। আর সকাল ৮টায় ওই ব্যক্তিকে আটক করা হয়। আটককৃত ব্যক্তির নামের শেষাংশ উ বলেও জানানো হয়েছে। সূত্র: বিবিসি, আল জাজিরা, রয়টার্স, সিএনএ, এএফপি
জেবি/এসবি