গণঅধিকার পরিষদের কাউন্সিল শুরু


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৩:০৭ অপরাহ্ন, ১০ই জুলাই ২০২৩


গণঅধিকার পরিষদের কাউন্সিল শুরু
ছবি: সংগৃহীত

নানা নাটকীয়তার মধ্য দিয়ে গণঅধিকার পরিষদের প্রথম কাউন্সিল শুরু হয়েছে। এতে নুরুল হক নুর ও রাশেদ খানের পাশাপাশি সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন রেজা কিবরিয়াপন্থি হিসেবে পরিচিত হাসান আল মামুন। 


সোমবার (১০ জুলাই) দুপুর ১টায় পল্টনের জামান টাওয়ারে গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সম্মেলনে আনুষ্ঠানিক ভোটদান শুরু হয়।


দলের সদস্য সচিব নুরুল হকের সমর্থকদের ডাকা এই কাউন্সিলে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছিলেন আহ্বায়ক রেজা কিবরিয়ার অনুসারীরা। তবে শেষ সময়ে সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন রেজা কিবরিয়ার ঘোষিত সদস্য সচিব হাসান আল মামুন। 


আরও পড়ুন: গণঅধিকার পরিষদকে কার্যালয় ছাড়ার নোটিশ


দলের যুগ্ম-আহ্বায়ক হাসান আল মামুন বলেন, দলকে সম্ভাব্য ভাঙনের হাত থেকে বাঁচাতে প্রার্থী হয়েছি। দুই পক্ষের মধ্যে শেষ সময় পর্যন্ত সমঝোতার চেষ্টা করা হয়েছে।


এদিকে কাউন্সিল প্রত্যাখান করে বেলা ১১টায় ফিলিস্তিনি নাগরিকদের ওপর ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছিলেন রেজা কিবরিয়ার অনুসারীরা। সেই কর্মসূচিও স্থগিত করেছেন তারা। ফলে শেষ মুহূর্তে রেজা কিবরিয়ার অনুসারীদের একাংশের সঙ্গে নুরুল হকের সমঝোতার সম্ভাবনা দেখা যাচ্ছে। 


জেবি/ আরএইচ/