Logo

ফের রাজনীতির মাঠে শ্রাবন্তী

profile picture
জনবাণী ডেস্ক
২২ সেপ্টেম্বর, ২০২২, ২৩:৪৫
44Shares
ফের রাজনীতির মাঠে শ্রাবন্তী
ছবি: সংগৃহীত

বিধানসভা নির্বাচনের আগে টালিউডের অনেক তারকাই রাজনীতিতে যোগ দিয়েছিলেন। সেই সময় বিজেপিতে যোগ দেন তারকা অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জী। বেহালা পশ্চ...

বিজ্ঞাপন

বিধানসভা নির্বাচনের আগে টালিউডের অনেক তারকাই রাজনীতিতে যোগ দিয়েছিলেন। সেই সময় বিজেপিতে যোগ দেন তারকা অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জী।

বেহালা পশ্চিম কেন্দ্র থেকে ভোটযুদ্ধে লড়াই করে লজ্জাজনকভাবে হেরেছেন এই অভিনেত্রী। ভোটে পরাজিত হওয়ার পর থেকেই দলটির সঙ্গে বাড়তে থাকে দূরত্ব। অবশেষে বিজেপি ছাড়ার ঘোষণা দেন তিনি।

এদিকে নতুন বছরে তৃণমূলের প্রচারমঞ্চে দেখা গেল শ্রাবন্তীকে। বহরমপুর পৌরসভার ভোটে তৃণমূলের হয়ে প্রচারে নেমেছেন নায়িকা।

বিজ্ঞাপন

গেল বুধবার (২৩ ফেব্রুয়ারি) বিকেল থেকে বহরমপুর পৌরসভার ৭, ১৪, ১৫, ২৫, ২৮ নং ওয়ার্ডে তৃণমূল প্রার্থীদের ভোটের প্রচারে অংশ নেন শ্রাবন্তী। পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী নাড়ুগোপাল মুখোপাধ্যায়, ১৫ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী সুব্রত দাস এবং ১৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী রিতা হালদারের ভোটের প্রচারের সভায় অভিনেত্রী পৌঁছাতেই এলাকাবাসীর মধ্যে উচ্ছ্বাস দেখা যায়।

বিজ্ঞাপন

শ্রাবন্তী ভারতীয় গণমাধ্যমকে বলেন- বহরমপুরে প্রথম প্রচারে এসে খুব ভালো লাগছে, শহরের মানুষের মধ্যে ব্যাপক উন্মাদনা দেখা যাচ্ছে। আগামী ২৭ ফেব্রুয়ারি তৃণমূল প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানান তিনি।

এদিকে গত বছরের মার্চ থেকে শ্রাবন্তী ও অভিরূপ ডেট করছেন। কলকাতার বাইপাসের ধারের একই বহুতল আবাসনে থাকেন তারা।

ওআ/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD