এভারেস্টের কাছে হেলিকপ্টার বিধ্বস্ত সব আরোহী নিহত


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৪:২৭ অপরাহ্ন, ১১ই জুলাই ২০২৩


এভারেস্টের কাছে হেলিকপ্টার বিধ্বস্ত সব আরোহী নিহত
ফাইল ছবি

নেপালের মাউন্ট এভারেস্টের কাছে একটি হেলিকপ্টার ছয় আরোহীকে বিধ্বস্ত হয়েছে। এতে  হেলিকপ্টারের সব আরোহী দুর্ঘটনায় মারা গেছেন।


হিন্দুস্তান টাইমস এক প্রতবেদনে জানিয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার (১১ জুলাই) সকাল ১০টার দিকে হেলিকপ্টারের সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়  নিয়ন্ত্রণে কক্ষের সঙ্গে। তারপর থেকেই খুঁজে পাওয়া যায়নি হেলিকপ্টারকে।


জানা গেছে,  ‘মানাং এয়ার’ এর ওই হেলিকপ্টার বিদেশী যাত্রীদের নিয়ে এভারেস্টের আশপাশের এলাকা থেকে রওনা হয়েছিল। পাঁচ বিদেশী যাত্রী ও এক জন ক্যাপ্টেন ছিলেন হেলিকপ্টারে। এটি ফিরে আসার কথা ছিল নেপালের রাজধানী কাঠমান্ডুতে।


আরও পড়ুন: স্কুলবাস-জিপের সংঘর্ষ, নিহত ৬


ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরের ম্যানেজার জ্ঞানেন্দ্র ভুল বলেন, “আবহাওয়ার সমস্য়ার কারণে হেলিকপ্টারকে রুট পাল্টাতে হয়। সকাল ১০টা ১৩ মিনিট থেকেই কন্ট্রোল টাওয়ারের সঙ্গে তার যোগাযোগ বিচ্ছিন্ন হয়।”


স্থানীয় সূত্র থেকে পাওয়া, হেলিকপ্টারটি সোলুখুম্বু জেলার লিখুপিকে এলাকায় ভেঙে পড়েছিল হেলিকপ্টার। খবর পাওয়ার পর শুরু হয়ে হয়  উদ্ধার কাজ।


জেবি/এসবি