Logo

বাংলাদেশের বিপক্ষে আফগানিস্তানের সংগ্রহ ১২৬

profile picture
জনবাণী ডেস্ক
১২ জুলাই, ২০২৩, ০৩:৩২
34Shares
বাংলাদেশের বিপক্ষে আফগানিস্তানের সংগ্রহ ১২৬
ছবি: সংগৃহীত

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচ হেরে সিরিজ হাতছাড়া হয়েছে বাংলাদেশের।

বিজ্ঞাপন

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচ হেরে সিরিজ হাতছাড়া হয়েছে বাংলাদেশের। শেষ ম্যাচে ব্যাটিংয়ে নেমে টাইগারদের বোলিং তাণ্ডবে ১২৬ রানেই গুটিয়ে গেছে সফরকারী আফগানিস্তান। 

ফলে সিরিজ জয় করা আফগানদের বিপক্ষে হোয়াইটওয়াশ এড়াতে টাইগারদের দরকার ১২৭ রান। ম্যাচে দুর্দান্ত বোলিংয়ে একাই ৪ উইকেট শিকার করেছেন শরিফুল ইসলাম।

মঙ্গলবার (১১ জুলাই)  চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস হেরে প্রথমে বল করতে নামে টাইগাররা। শেষ ম্যাচে দলে ঢুকে দুর্দান্ত বোলিং শুরু করেন পেসার শরিফুল ইসলাম। তাকে সঙ্গ দেন তাসকিন আহমেদ। তাদের তোপে ৮.২ ওভারে মাত্র ১৫ রান তুলে ৪ উইকেট হারায় সফরকারীরা।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

একে একে আউট হয়ে ফিরে যান ওপেনার ইব্রাহিম জাদরান (১), তিনে নামা রহমত শাহ (০), আগের ম্যাচে দুর্দান্ত সেঞ্চুরি করা রহমানুল্লাহ গুরবাজ (৬) ও পাঁচে নামা মোহাম্মদ নবী (১)। এর মধ্যে তিন উইকেট তুলে নেন বাঁ-হাতি পেসার শরিফুল। অন্য উইকেটটি দখল করেন পেসার তাসকিন।

বিজ্ঞাপন

ওই ধাক্কা আর সামলে উঠতে পারেনি আফগান। অধিনায়ক হাসমতউল্লাহ শাহেদি চেষ্টা করেও ব্যর্থ হন। ২২ রান করতেই তাকে বোল্ড করে দেন বাঁ-হাতি স্পিনার তাইজুল। এরপর নাজিবুল্লাহ জাদরানকে আউট করেন সাকিব আল হাসান। মিডিয়াম পেসার আব্দুর রেহমানকে তুলে নেন শরিফুল ইসলাম।

বিজ্ঞাপন

এর মধ্যেও সাতে ব্যাট করতে নামা আফগানদের মিডিয়াম পেসার আজমতুল্লাহ ওমরজাই ফিফটি তুলে নেন। তিনি খেলেন ৭১ বলে তিন ছক্কা ও এক চারে ৫৬ রানের ইনিংস। পেসার শরিফুল ২১ রানে ৪ উইকেট নিয়ে ওয়ানডে ক্যারিয়ার সেরা বোলিং করেছেন। তাসকিন ও তাইজুল নিয়েছেন দুটি করে উইকেট।

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD