করিমগঞ্জে অস্ত্রশস্ত্রসহ ৬ কুখ্যাত ডাকাত আটক
সুজন চক্রবর্তী, আসাম (ভারত)
প্রকাশ: ১১:২৮ পূর্বাহ্ন, ১২ই জুলাই ২০২৩
আসামরাজ্যের করিমগঞ্জ পুলিশের পৃথক পৃথক অভিযানে সেনা পোশাক, পিস্তল, তাজা কার্তুজ, দেশীয় অস্ত্রশস্ত্রসহ ৬ কুখ্যাত ডাকাত আটক করা হয়েছে।
করিমগঞ্জ জেলা সদর ডিএসপি গীতার্থ দেবশর্মা সাংবাদিকদের জানান, ডাকাতদলটি সোমবার (১০ জুলাই) রাতে কালীগঞ্জ এলাকার এক বাড়িতে ডাকাতি করবে বলে পরিকল্পনা করলে খবরটি পুলিশের কাছে পৌঁছে যায়।
ওই খবরের ভিত্তিতে রাত ৮ টায় পুলিশের একটি দল কালীগঞ্জের বাড়িতে পৌঁছে ঘরের লোকজনদের বাইরে রেখে বাড়িটি কর্ডন করে নিজেদের হেফাজতে রাখে। এমন সময়ে ডাকাতরা ডাকাতি করতে এলে পুলিশ তাদের চ্যালেঞ্জ জানায়। এতে ডাকাতরা বিভিন্ন ভাগে বিভক্ত হয়ে গাড়ি নিয়ে পালিয়ে যায়।
তখন পুলিশের পক্ষে বিভিন্ন সড়কে ফন্দি পেতে রাখে। রাতাবাড়ি পুলিশের হাতে পিস্তল, ৪ রাউন্ড তাজা কার্তুজ, সেনা পোষাক ও বেশকিছু ধারালো অস্ত্র, হাতুড়ি সহ ডাকাত তছরুফ আলি, আসাব উদ্দিন, মনির আলি এবং নুরুল হক ধরা পড়ে। বাকি ২ জনকে আটক করা হয় কালীগঞ্জ এলাকা থেকে।
এদের মধ্যে রয়েছে দাগি ডাকাত খয়রুল ইসলাম ও আব্দুল লতিফ। বাকি ডাকাতরা পালিয়ে যেতে সক্ষম হয়েছে। ধৃতদের বিরুদ্ধে পুলিশের খাতায় একাধিক ডাকাতি কান্ডের অভিযোগ ও রয়েছে। বর্তমানে আটককৃত ডাকাতদের পুলিশি হেফাজতে রেখে টানা জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে পুলিশ।
আরএক্স/