অগ্নিদগ্ধ হয়ে শিশুসহ একই পরিবারের ১০ জনের মৃত্যু


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০১:৫৮ অপরাহ্ন, ১২ই জুলাই ২০২৩


অগ্নিদগ্ধ হয়ে শিশুসহ একই পরিবারের ১০ জনের মৃত্যু
ছবি: গ্লোবাল ভিলেজ স্পেস

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের রাজধানী লাহোরের এক বাড়িতে আগুন লেগে একই পরিবারের ১০ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৬ জন শিশু এবং তিনজন নারী। 


বুধবার (১২ জুলাই) এই ঘটনাটি ঘটে। বাড়িটি লাহোরের ভাটি গেট এলাকায়। ভুক্তভোগী ওই পরিবারের মাত্র একজন সদস্য ভবন থেকে লাফ দিয়ে প্রাণঘাতী আগুন থেকে বাঁচতে সক্ষম হন।


রেফ্রিজারেটরের কম্প্রেসারের বিস্ফোরণ থেকে ভয়াবহ ওই আগুনের সূত্রপাত হয়েছে বলে জানিয়েছেন উদ্ধারকারী কর্মকর্তারা।


নিহতদের মধ্যে এখন পর্যন্ত যাদের শনাক্ত করা গেছে তাদের মধ্যে আদিল হুসেন, সায়রা বানু, ফারজানা, আম্বার, গজল, ফাতিমা এবং সাত মাসের একটি শিশু রয়েছে। আর বাকিদের এখনও শনাক্তকরণের কাজ চলছে।


আরও পড়ুন: পাকিস্তানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ভবন ধসে নিহত ৭


আদিলের বাবা বলেন, আদিল তাকে রাত ২টা ৪৫ মিনিটের দিকে ফোন করে সাহায্য চেয়েছিল। তবে আমরা এখানে পৌঁছলাম তখন কিছুই অবশিষ্ট ছিল না। আদিলের বাবা আরও জানান, তার ছেলে, তার স্ত্রী, পুত্রবধূ ও তার দুই সন্তান ছাড়াও তার বড় মেয়ে ও তার চার সন্তান অগ্নিকাণ্ডে প্রাণ হারিয়েছেন।


পুলিশ জানায়, নিহতদের পরিচয় শনাক্ত ও আইনি প্রক্রিয়া শেষে ওয়ারিশদের কাছে লাশ হস্তান্তর করা হবে। এদিকে উদ্ধারকারী দল জানিয়েছে, পুড়ে যাওয়া ভবনটি ঠান্ডা করার কাজ চলছে। 


জেবি/ আরএইচ/