বাবা হলেন বরিস জনসন


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৪:৪১ অপরাহ্ন, ১২ই জুলাই ২০২৩


বাবা হলেন বরিস জনসন
বরিস জনসন ও সন্তানসহ স্ত্রী ক্যারি

অষ্টমবারের মতো বাবা হলেনব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসন। তার স্ত্রী ক্যারি এ তথ্য জানিয়েছেন।


মঙ্গলবার (১১ জুলাই) সামাজিকমাধ্যম ইনস্টাগ্রামে নবজাতককে কোলে নিয়ে একটি ছবিও পোস্ট করেছেন ক্যারি।


দেশটির সংবাদ সংস্থা বিবিসির জানিয়েছে, ক্যারি জনসন তার ইনস্টাগ্রাম পোস্টে লিখেছেন, “ফ্র্যাঙ্ক আলফ্রেড ওডিসিয়াস জনসন, তোমাকে এই পৃথিবীতে স্বাগত।” ৫ জুলাই সকাল সোয়া ৯টার দিকে সন্তানের আগমন ঘটে এই পৃথিবীতে।


সাবেক এই প্রধানমন্ত্রী বয়স ৫৯ -এর কোঠায়। এবং স্ত্রীর ক্যারির বয়স ৩৫ বছর। তাদের ৩ ও ২ বছর বয়সী দুটি সন্তান আছে। বরিস ও ক্যারির প্রথম সন্তান উইলফ্রেড ২০২০ সালের এপ্রিলে জন্ম নেয়। আর ২০২১ সালের ডিসেম্বরে পরের সন্তান মেয়ে রোমির জন্ম হয়।


আরও পড়ুন: ডেইলি মেইলে চাকরি পেলেন বরিস জনসন


গেল ২০২১ সালের সেপ্টেম্বরে রোমির জন্মের আগে ইউএস টিভ নেটওয়ার্ক এনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে বরিস জানিয়েছিলেন, ওই সময় পর্যন্ত তার ছয় সন্তান রয়েছে।


২০২১ সালের মে মাসে ক্যারির সঙ্গে বিয়ের আগে ২০২০ সালে দ্বিতীয় স্ত্রী ম্যারিনা হোয়েলারের সঙ্গে বরিস জনসনের বিচ্ছেদ চূড়ান্ত হয়। ওই সংসারে বরিসের চারটি সন্তান আছে। এ ছাড়া অন্য এক প্রেমিকার সঙ্গেও বরিসের একটি কন্যাসন্তান আছে। তবে তার প্রথম স্ত্রী অ্যালেগ্রা মোস্টিন-ওয়েনের সংসারে কোনো সন্তান নেই।


জেবি/এসবি