৩০০ কোটি ডলার ঋণ পাচ্ছে পাকিস্তান


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০২:৫৬ অপরাহ্ন, ১৩ই জুলাই ২০২৩


৩০০ কোটি ডলার ঋণ পাচ্ছে পাকিস্তান
প্রতীকী ছবি

ব্রিটিশ বার্তা সংস্থা বিবিসি জানিয়েছে, ৩০০ কোটি ডলারের মধ্যে প্রথম কিস্তিতে পাকিস্তান পাবে ১২০ কোটি ডলার। বাকি অর্থ দেওয়া হবে আগামী ৯ মাসের মধ্যে।


ডলার সংকটে ধুকতে থাকা পাকিস্তান ঋণ খেলাপি হওয়ার দুয়ারে পৌঁছে গিয়েছিল। এক মাসের আমদানি ব্যয় মেটানোর মতো ডলারও ছিল না কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভে।


জুনের শুরুতে পাকিস্তান এবং আইএমএফ ৩ বিলিয়ন ডলারের স্টাফ-লেভেল চুক্তিতে পৌঁছেছিল। পরে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের নির্বাহী বোর্ড তা অনুমোদন করে।


বুধবার (১২ জুলাই) আইএমএফ এক বিবৃতিতে জানায়, পাকিস্তানের অর্থনৈতিক স্থিতিশীলতা কর্মসূচিকে সমর্থন করে ৩ বিলিয়ন ডলারের জন্য ৯ মাসের স্ট্যান্ডবাই ব্যবস্থা অনুমোদন করেছে নির্বাহী বোর্ড। দেশটি প্রায় ১ দশমিক ২ বিলিয়ন ডলার অগ্রিম পাবে। বাকিটা আগামী ৯ মাসের মধ্যে পরিশোধ করা হবে।


আরও পড়ুন: পাকিস্তানজুড়ে বিক্ষোভের ডাক দিয়েছেন ইমরান খান


এদিকে, আইএমএফের ঋণ পেয়ে খুশি পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। তিনি বলেন, অর্থনীতিকে স্থিতিশীল করার চেষ্টায় এই ঋণ বড় ভূমিকা রাখবে। এটি তাৎক্ষণিক থেকে মধ্যমেয়াদী অর্থনৈতিক চ্যালেঞ্জগুলো কাটিয়ে উঠতে পাকিস্তানের অর্থনৈতিক অবস্থানকে শক্তিশালী করবে।


পাকিস্তানের বেশিরভাগ অংশ গত বছর বন্যায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া উচ্চ মুদ্রাস্ফীতি এবং সরকারের অর্থনৈতিক অব্যবস্থাপনার কারণে স্মরণকালের ভয়াবহ সংকটে ধুঁকছে দেশটি। চলতি সপ্তাহে মিত্র সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত থেকেও তহবিল পেয়েছে পাকিস্তান।


জেবি/ আরএইচ/