আমাদের এশিয়া কাপ ও বিশ্বকাপে এই ধারাটা ধরে রাখতে হবে: রশিদ খান


Janobani

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ০৭:৫৬ অপরাহ্ন, ১৩ই জুলাই ২০২৩


আমাদের এশিয়া কাপ ও বিশ্বকাপে এই ধারাটা ধরে রাখতে হবে: রশিদ খান
রশিদ খান

আগামীকাল শুক্রবার (১৩ জুলাই) সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে। শেষ ম্যাচটি হবে ১৬ জুলাই। দুই ম্যাচের এই সিরিজকেও মনে হচ্ছে তারা প্রস্তুতি হিসেবে নিচ্ছেন। যেন আসছে এশিয়া কাপ ও বিশ্বকাপে নিজেদের সেরাটা নিংড়ে দিতে পারেন ভাবনায় শুধু সেটি।


বৃহস্পতিবার (১২ জুলাই) বিকালে সিলেটে টি-২০  সিরিজপূর্ব সংবাদ সম্মেলনে অধিনায়ক রশিদ খান যেন সেই ইঙ্গিত দিলেন।


সংবাদ সম্মেলনে অধিনায়ক রশিদ বলেন, “আমরা মাত্রই একটি সিরিজ জিতেছি। চার বছর আগে আমরা একটি টেস্ট ম্যাচ জিতেছি এখানে। যেটা আমাদের দলের অন্যতম অর্জন ছিল। ভালো বিষয়টি হচ্ছে আমরা এশিয়া কাপ, বিশ্বকাপের ভালো প্রস্তুতি নিচ্ছি। আমরা ভালো প্রস্তুতি নিচ্ছি এবং সিরিজও জিতেছি। এটা ভালো কিন্তু আমাদের এশিয়া কাপ ও বিশ্বকাপে এই ধারাটা ধরে রাখতে হবে। সেরেটা দিতে হবে।” 


টি-২০ সিরিজের আড়ালে আফগানিস্তানরা যে মূলত এশিয়া কাপ-বিশ্ব কাপ নিয়ে ভাবছেন সেটা উপরের এ কথাতেই স্পষ্ট।


আরও পড়ুন: ড্রেসিংরুমে মনে হয়নি আনসেটেল ছিলাম কিংবা এখন আছি: সাকিব


তিনি আরও বলেন, “আমরা বাংলাদেশের বিপক্ষে এশিয়া কাপে খেলবো। আমরা তাদের সম্পর্কে জানি, তারা জানে তাদের কী করতে হবে। কিন্তু এটা দারুণ প্রতিযোগিতামূলক হবে। আমাদের জন্য এটি প্রস্তুতি। আমার কথা বলতে গেলে, আমি ফল নিয়ে চিন্তা করি না। এই বার্তা স্পষ্টভাবে দেওয়া হয়েছে যে জিততে হবে। আমার কাছে, গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে প্রস্তুতি এবং বোলিং, ব্যাটিং কিংবা ফিল্ডিং যেটাই হোক তা শতভাগ দেওয়া।”


এ বছর এশিয়া কাপ, আফগান টি-টোয়েটি অধিনায়কের ভাবনায় আছে পরবর্তী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের কথাও।


জেবি/এসবি