টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ


Janobani

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ০৫:৫৪ অপরাহ্ন, ১৪ই জুলাই ২০২৩


টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ
ছবি: সংগৃহীত

টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হয়েছে বাংলাদেশ-আফগানিস্তান। দুই ম্যাচ সিরিজের প্রথমটিতে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। বৃষ্টির শঙ্কা নিয়েই টস করতে নামেন দল দুটির অধিনায়করা।


ফিল্ডিং নেওয়ার কারণ হিসেবে সাকিব গণমাধ্যমকে বলছেন, উইকেট ভালো হচ্ছে। ৪০ ওভারই ভালো ক্রিকেট খেলতে হবে আমাদের। টি-টোয়েন্টি সব সময়ই মোমেন্টামের ব্যাপার। আফগানিস্তান ভালো দল। ভালো একটি চ্যালেঞ্জ।


এর আগে ঢাকার একমাত্র টেস্টে দাপুটে জয় পেলেও, চট্টগ্রামের মাটিতে টাইগারদের ওয়ানডে সিরিজটা ভালো যায়নি। তিন ম্যাচের সিরিজের প্রথম দুই ম্যাচেই ছিল শোচনীয় পরাজয়।


আরও পড়ুন: আমাদের এশিয়া কাপ ও বিশ্বকাপে এই ধারাটা ধরে রাখতে হবে: রশিদ খান


সবশেষ ম্যাচ জিতে আসায় সিলেটে কিছুটা আত্মবিশ্বাসের সাথেই পা রেখেছে বাংলাদেশ দল। যদিও আফগানিস্তানের সাথে এই ফরম্যাটে রেকর্ড সুখকর না বাংলাদেশের জন্য। দুই দলের মধ্যে টি-টোয়েন্টি ফরম্যাটে দেখা হয়েছে মোট ৯ বার। এরমাঝে ৬ বারই জয় পেয়েছে আফগানরা। আর বাংলাদেশের জয় ৩ ম্যাচে।


বাংলাদেশের একাদশ :  সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন কুমার দাস, রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারি, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম।


আফগানিস্তান একাদশ : রশিদ খান (অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ, হজরতউল্লাহ জাজাই, ইব্রাহিম জাদরান, মোহাম্মদ নবি, নজিবুল্লাহ জাদরান, করিম জানাত, মুজিব উর রেহমান, ফজলহক ফারুকি, আজমতউল্লাহ ওমরজাই, ফরিদ মালিক।


জেবি/ আরএইচ/