যুদ্ধরত অবস্থায় কেউই ন্যাটোতে যোগ দিতে পারবে না: বাইডেন
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৬:১৪ পিএম, ১৪ই জুলাই ২০২৩

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, যুদ্ধ চলা অবস্থায় ন্যাটোতে ইউক্রেন কোনোভাবেই যোগ দিতে পারবে না। ওয়াল স্ট্রিট জার্নালের সাংবাদিকের করা প্রশ্নের জবাবে তিনি বলেন, শুধু ইউক্রেন নয়, কোনো দেশই যুদ্ধরত অবস্থায় সামরিক জোট ন্যাটোতে যোগ দিতে পারবে না।
বৃহস্পতিবার (১৪ জুলাই) জো বাইডেন ফিনিশ প্রেসিডেন্ট সাউলি নিনিস্তোর সঙ্গে হেলসিঙ্কিতে এক সংবাদ সম্মেলনে বলেন, ইউক্রেন ন্যাটোতে যোগ দিতে পারবে, তবে রাশিয়ার সঙ্গে যুদ্ধ চলাকালীন নয়।
তার এই মন্তব্যের পর ওয়াল স্ট্রিট জার্নালের সাংবাদিক বাইডেনের কাছে জানতে চান, আপনি বলেছেন যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত ইউক্রেনের ন্যাটোতে যোগ দিতে পারবে না। আপনি কি আদৌ উদ্বিগ্ন যে এই মন্তব্যগুলি পুতিনকে যুদ্ধ চালিয়ে যেতে অনুপ্রাণিত করতে পারে বা তাকে শান্তি আলোচনায় প্রবেশ করতে নিরুৎসাহিত করতে পারে?
আরও পড়ুন: তবে কি এশিয়াতেও হাত বাড়াচ্ছে ন্যাটো?
প্রশ্নের জবাবে বাইডেন বলেন, প্রথমত, যুদ্ধ চলাকালীন কেউ ন্যাটোতে যোগ দিতে পারবে না। একটি যুদ্ধ চলছে যেখানে একটি ন্যাটো জাতি আক্রমণ করা হচ্ছে। তখন তো নিশ্চিত হবে আমরা একটি যুদ্ধে আছি এবং তখন তৃতীয় বিশ্বযুদ্ধের মধ্যে পড়ে যাব।
ওই সাংবাদিক ফের বাইডেনের কাছে জানতে চান, আপনি কি এখনও ক্ষমতায় থাকা পুতিনের সঙ্গে যুদ্ধ শেষ করার কোন পথ দেখতে পাচ্ছেন?
জবাবে বাইডেন বলেন, এটি পুতিনকে যুদ্ধ চালিয়ে যাওয়া থেকে বিরত রাখবে কি না, তার উত্তর হল, পুতিন ইতিমধ্যে যুদ্ধ হেরে গেছেন। শেষ পর্যন্ত কোন চুক্তিতে পৌঁছানো হবে তা নির্ভর করে পুতিনের ওপর এবং তিনি কী করবেন তার ওপর।
ভবিষ্যতে মার্কিন রাষ্ট্রপতি জোট থেকে প্রত্যাহার করতে পারেন এমন একটি প্রশ্নের উত্তরে, বাইডেন বলেছিলেন, আমেরিকানদের কাছ থেকে ‘অপ্রতিরোধ্য সমর্থন’ রয়েছে এবং ‘আমরা ন্যাটোর সঙ্গে সংযুক্ত থাকব।’
জেবি/ আরএইচ/