রহস্যময় লুকে মেহজাবীন


Janobani

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১১:৩৫ পূর্বাহ্ন, ১৫ই জুলাই ২০২৩


রহস্যময় লুকে মেহজাবীন
মেহজাবীন চৌধুরী

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। গেল বছর বিভিন্ন চরিত্রে নিজেকে মেলে ধরেছেন তিনি। এবারও এই ধারা অব্যহত রেখেছেন।


এদিকে, শুক্রবার ১৪ (জুলাই) হঠাৎ একটি ছবি প্রকাশ করে নেটাগরিকদের চমকে দিলেন মেহজাবীন।


সেখানে দেখা গেছে, তার মুখে অক্সিজেন মাস্ক, রহস্যময় চোখের কাজল বেয়ে পড়ছে নিচের দিকে। ক্যাপশনে লেখেন, “আমি কী তুমি? এই প্রশ্নের উত্তর কখনও শুধু ‘হ্যাঁ’ বা ‘না’ হতে পারে না। উত্তরটা আপনাদের জানাতে শিগগির আসছি আমরা।”


ভক্ত ও অনুরাগীরা চমকে গেলেও পরক্ষণেই রহস্যভেদ করেছেন। কেননা এটি মূলত মেহজাবীনের পরবর্তী ওয়েব সিরিজের ফার্স্ট লুক। নির্মাণ করেছেন ভিকি জাহেদ।


আরও পড়ুন: পরীমণির ছেলে ১০৩ ডিগ্রি জ্বরে আক্রান্ত


এ প্রসঙ্গে পরিচালক ভিকি জাহেদ গণমাধ্যমে বলেন, “এটা আমার একটা ভিন্নধর্মী কাজ। সাম্প্রতিক সময়ে আমার নির্মাণে থ্রিলার-হরর ধাঁচের কাজে বেশি দেখা গেছে। এবার একটু ভিন্ন পথে হাঁটলাম। এই ওয়েব সিরিজে দর্শক রোম্যান্স-ড্রামা-ট্র্যাজেডি-কমেডি অনেক কিছুর স্বাদ পাবেন। আর আমার স্বভাবজাত সাসপেন্স-থ্রিল তো থাকছেই।”


আরও পড়ুন: মা হওয়ার গুঞ্জনে যা বললেন পূর্ণিমা


জানা গেছে, ‘আমি কী তুমি’ নামের এই ওয়েব সিরজের সাতটি পর্ব থাকবে। এতে তিথি নামের চরিত্রে অভিনয় করবেন মেহজাবীন।


জেবি/এসবি