বাগুড়ায় দুই ট্রাকের সংঘর্ষে নিহত ৪

দিবাগত রাত ৩টায় বগুড়া-নওগাঁ আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
বাগুড়ার আদমদিঘী উপজেলার মুরইল এলাকায় দুই ট্রাকের সংঘর্ষে ৪ জন মারা গেছেন।
শনিবার (১৫ জুলাই) দিবাগত রাত ৩টায় বগুড়া-নওগাঁ আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
নিহতরা হলেন, ট্রাকচালক ঢাকার কামরাঙ্গাীচর গফুর প্রামানিকের ছেলে দাদন মিয়া (৪০), চালকের সহকারী সাইফুল ইসলাম (২৩), নওগাঁর সাপাহারের আমজাদ হোসেনের ছেলে রকিবুল ইসলাম (৪০) ও ট্রাক মালিক নওগাঁর দয়ালের মোড়ের ওমর আলীর ছেলে মোস্তাক (৪৫)।
বিজ্ঞাপন
আরও পড়ুন: জিআই পণ্যের স্বীকৃতি পেয়েছে ‘বগুড়ার দই’
আদমদিঘী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ঘটনাস্থলে দুজন এবং হাসপাতালে দুজন মারা গেছেন।
বিজ্ঞাপন
জেবি/এসবি








