Logo

যে কারণে সামান্থাকে হত্যার হুমকি দেওয়া হয়েছিল

profile picture
জনবাণী ডেস্ক
২২ সেপ্টেম্বর, ২০২২, ২৩:৪৫
9Shares
যে কারণে সামান্থাকে হত্যার হুমকি দেওয়া হয়েছিল
ছবি: সংগৃহীত

ভারতের জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে একজন হলেন দক্ষিণীর নায়িকা সামান্থা রুথ প্রভু। ২০১৭ সালের অক্টোবরে বিয়ে করেছিলেন সামান্থা রুথ প্রভু ও নাগা চৈতন্য আক্...

বিজ্ঞাপন

ভারতের জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে একজন হলেন দক্ষিণীর নায়িকা সামান্থা রুথ প্রভু। ২০১৭ সালের অক্টোবরে বিয়ে করেছিলেন সামান্থা রুথ প্রভু ও নাগা চৈতন্য আক্কিনেনি। ব্যক্তিগত সম্পর্কের টানাপোড়েন নিয়ে অবশেষে চার বছরের দাম্পত্য জীবনের ইতি টানেন দুজনে। তবে বিচ্ছেদের পর আঙুল ওঠে সামান্থার চরিত্রের ওপর। গুজব রটে, তিনি নাকি অন্য কারও সঙ্গে সম্পর্কে ছিলেন। এমনকি গর্ভপাত করিয়েছেন বলেও গুজব রটে যায় নেটদুনিয়ায়।

সম্প্রতি আবারও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে এক নতুন তথ্য তুলে ধরেছেন সামান্থা। হলিউডের অভিনেতা উইল স্মিথের লেখা ধার করে সামান্থা লেখেন, ‘গত ৩০ বছর ধরে আমরা সবাই ব্যর্থতা, বিচ্ছেদ, অপমান, মৃত্যুর মতো সময়ের মধ্য দিয়ে গিয়েছি। এমনকি আমি খুনের হুমকিও পেয়েছি। ব্যক্তিগতভাবে আমার অনেক সময়, টাকা, নষ্ট হয়েছে।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘আমার পরিবারের সঙ্গে বিচ্ছেদ ঘটেছে। কিছু ব্যক্তিগত ছবি প্রকাশ্যে চলে এসেছে। এসব কিছু না ভেবে আমি আবারও নিজের প্রতি সময় দিয়েছি। ধীরে ধীরে ব্যথাগুলোকে একত্রিত করে একটি পাহাড় গড়ে তুলেছি। যেখানে শুধু ইতিবাচক চিন্তা ছাড়া আর কিছু নেই। জীবনে যা কিছুই ঘটুক না কেন, আমি সামনেই এগিয়ে যাব।’

প্রসঙ্গত, বিচ্ছেদের এক দিন পরই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের নাম পরিবর্তন করেন অভিনেত্রী। নাম থেকে বাদ দেন আক্কেনি পদবি। বিচ্ছেদের ২৬ দিন পর নাগার সঙ্গে যৌথ সব ছবি সরিয়ে ফেললেন সামান্থা। সূত্র : আনন্দ বাজার

ওআ/

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD