অল্পের জন্য প্রাণে বাঁচলেন মেসি


Janobani

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ০৭:২৮ অপরাহ্ন, ১৫ই জুলাই ২০২৩


অল্পের জন্য প্রাণে বাঁচলেন মেসি
ছবি: সংগৃহীত

ফ্রান্সের ক্লাব পিএসজি ছেড়ে বর্তমানে যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দিয়েছেন লিওনেল মেসি। দেশটির ফ্লোরিডায় থাকতে শুরু করেছেন বিশ্বকাপজয়ী এই অধিনায়ক। তবে এখনো তাকে বরণ করে নেয়নি যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাবটি।


আগামীকাল রবিবার (১৬ জুলাই) তাকে সমর্থকদের সঙ্গে পরিচয় করিয়ে দেবে ক্লাবটি। তবে সেখানে গিয়েই বিপদে পড়েছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী এই তারকা ফুটবলার।


শনিবার ( ১৫ জুলাই) ভোরে  ফ্লোরিডার রাস্তায় ট্রাফিক সংকেত বুঝতে না পেরে সিগন্যালের বাতি জ্বলা অবস্থায় দাঁড়ানোর পরিবর্তে সংকেত অমান্য করে এগিয়ে যায়  মেসির গাড়ি। সামনের রাস্তা দিয়ে বেশ কয়েকটি গাড়িও আসছিল। তবে এ সময়ে অন্য গাড়িগুলো সতর্ক হয়ে গতি কমিয়ে দেয়। এতে ভয়াবহ দুর্ঘটনা থেকে বাঁচলেন সাতবারের ব্যালন ডি'অর জয়ী এই ফুটবলার।


আরও পড়ুন: শ্বাসরুদ্ধকর ম্যাচে বাংলাদেশের দারুণ জয়


সোশ্যাল মিডিয়ায় এই ঘটনার ভিডিও পোস্ট করে বিষয়টি জানিয়েছে এফসিবি আলবিসেলেস্তে। তবে গাড়ি কে চালাচ্ছিলেন, তা এখনও জানা যায়নি।


এদিকে, যুক্তরাষ্ট্রে পৌঁছেই নিজের ঘর গোছানো শুরু করেছেন লিও। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ পেয়েছে মেসির একটি ছবি।


আরও পড়ুন: আমাদের এশিয়া কাপ ও বিশ্বকাপে এই ধারাটা ধরে রাখতে হবে: রশিদ খান


সেখানে দেখা গেছে, মেসি একটি শপিংমলে বাজার শেষ করে দাঁড়িয়ে আছেন কাউন্টারের সিরিয়ালে। এর আগে সেই শপিংমলে উপস্থিত ভক্তদের সঙ্গে সেলফিও তোলেন তিনি। এরও আগে বুধবার (১২ জুলাই) যুক্তরাষ্ট্রে পৌঁছান মেসি।


জেবি/এসবি