৩১ বছরের রেকর্ড ভাঙলেন কাজল!


Janobani

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০১:১০ অপরাহ্ন, ১৬ই জুলাই ২০২৩


৩১ বছরের রেকর্ড ভাঙলেন কাজল!
কাজল

৩১ বছরের লম্বা  ক্যারিয়ারে এই কাজ না করলেও ওটিটিতে পা রেখেই পালটে গেলেন ৪৮ বছর বয়সি বলিউড অভিনেত্রী কাজল। ক্যারিয়ারে কখনো ক্যামেরার সামনে লিপকিস করতে দেখা যায়নি তাকে । তবে  এবার ওটিটি এসে পালটে গেলেন এই গুনি অভিনেত্রি। 


‘লাস্ট স্টোরিজ ২’-এ কুমুদ মিশ্রার সঙ্গে অন্তরঙ্গ দৃশ্যে নজর কেড়েছিলেন কাজল, এবার একধাপ এগিয়ে সোজা সহ-অভিনেতার ঠোঁটে ঠোঁট রাখলেন অজয় ঘরণী । ক্যারিয়ারের প্রথম ওয়েব সিরিজ ‘দ্য ট্রায়াল… প্যায়ার, খুন, ধোঁকার জন্য ‘নো-কিসিং পলিসি’ ভাঙলেন কাজল, যা দেখে চোখ কপালে উঠেছে কাজল ভক্তদের। 


শুক্রবার (১৪ জুলাই) ডিজনি প্লাস হটস্টারে স্ট্রিমিং শুরু হয়েছে এই ওয়েব সিরিজের। সোশ্যাল মিডিয়ায় তেমন ভালো সাড়া ফেলেনি ‘দ্য ট্রায়াল’, কিন্তু সিরিজে কাজলের ‘কিসিং সিন’ নিয়ে চর্চা যেন থামছেই না।  


মার্কিন টিভি সিরিজ ‘দ্য গুড ওয়াইফ’-এর রিমেক ‘দ্য ট্রায়াল’। ‘দ্য ট্রায়াল’ দেখে মোটেই পছন্দ করেননি নেটিজেনরা। এই কোর্টরুম ড্রামাকে মার্কিন সিরিজের কপি বলে মনে করছেন অনেকেই।