আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ


Janobani

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ০১:৫৯ অপরাহ্ন, ১৬ই জুলাই ২০২৩


আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ
ছবি: সংগৃহীত

আফগানদের বিপক্ষে সিরিজের শুরুটা হয়েছে শ্বাসরুদ্ধকর এক জয়ের মাধ্যমে। প্রথমবারের মতো আফগানদের বিপক্ষে সিরিজ জয়ের হাতছানি রয়েছে বাংলাদেশের সামনে। তাই নিজেদের সেরা একাদশ নিয়ে মাঠে নামতে চাইবে টাইগার বাহিনী।


রবিবার (১৬ জুলাই) বাংলাদেশ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে মাঠে নামতে যাচ্ছে সিরিজ নিজেদের করে নেয়ার লক্ষ্যে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হবে ম্যাচটি।


সিরিজ নির্ধারণী ম্যাচে বাংলাদেশের একাদশে পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই। অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নামার সমূহ সম্ভাবনা রয়েছে টাইগারদের।


আরও পড়ুন: অবশেষে ১ উইকেটের অপেক্ষা ফুরাল আফ্রিদির


যদি পরিবর্তন আসেও সেক্ষেত্রে একাদশে জায়গা পাওয়ার সম্ভাবনা রয়েছে আফিফ হোসেনের। আর সেটি হলে সাইড বেঞ্চে বসতে হবে নাসুম আহমেদকে।


আরও পড়ুন: আনুষ্ঠানিকভাবে মায়ামির হলেন মেসি


বাংলাদেশের সম্ভাব্য একাদশ : সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন কুমার দাস, রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারি, আফিফ হোসেন/নাসুম আহমেদ, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম।


জেবি/এসবি