বৃষ্টির পর ফের শুরু বাংলাদেশ-আফগান লড়াই
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: ০৮:২৯ অপরাহ্ন, ১৬ই জুলাই ২০২৩

আফগানদের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টি-২০ ক্রিকেট ম্যাচে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমেই বিপাকে পড়ে গেছে আফগানিস্তান। ব্যাট করতে নেমে শুরুতেই জোড়া উইকেট হারিয়ে ধুঁকতে থাকে আফগানরা। এই অবস্থায় বৃষ্টি বাধায় বন্ধ হয়েছিল বাংলাদেশ-আফগান লড়াই। তবে ফের শুরু হয়েছে খেলা।
রবিবার (১৬ জুলাই) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ইনিংসের প্রথম ওভারের চতুর্থ বলে ছক্কা হাঁকান ওপেনার রহমানউল্লাহ গুরবাজ। ঠিক পরের বলেও বাউন্ডারি হাঁকাতে চেয়েছিলেন তিনি। কিন্তু বল ব্যাটের কানায় লেগে ফ্লাডলাইটের উপরে উঠে যায়। নিজের বলে নিজেই ক্যাচ তুলে নেন তাসকিন। রহমানউল্লাহর বিদায়ে ৯ রানে প্রথম উইকেট হারায় আফগানরা। আর এই উইকেট নিয়ে টি-টোয়েন্টি ক্যারিয়েরের ৫০তম উইকেট পূর্ণ করেন তাসকিন।
আরও পড়ুন: আজও সিলেটে বৃষ্টির হানা, থমকে আছে খেলা
গুরবাজের বিদায়ের পর ক্রিজে আসেন ইব্রাহিম জাদরান। হযরতুল্লাহ জাজাইকে সঙ্গে নিয়ে ব্যাট করতে থাকেন ইব্রাহিম। তবে ইনিংসের চতুর্থ ওভারে ফের বোলিংয়ে এসে জাজাইকে সাজঘরে ফেরান তাসকিন। দলীয় ১৬ রানে ৫ বলে ৪ রান করে আউট হন জাজাই।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৭.২ ওভারে আফগানদের সংগ্রহ ২ উইকেটে ৩৯ রান। মোহাম্মদ নবি আর ইব্রাহিম জাদরান দুজনই সমান ১১ রান নিয়ে ব্যাটিংয়ে আছেন।
জেবি/এসবি