সমর্থকদের উদ্দেশে যে বার্তা দিলে মেসি


Janobani

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ০১:৫১ অপরাহ্ন, ১৭ই জুলাই ২০২৩


সমর্থকদের উদ্দেশে যে বার্তা দিলে মেসি
লিওনেল মেসি

যুক্তরাষ্ট্রের ইন্টার মায়ামির ক্লাবের যোগ দিয়েছেন লিওনেল মেসি। ২০২৫ সাল পর্যন্ত দেশটির লিগ মাতাবেন।  


সোমবার (১৭ জুলাই)  ভোর ভোর ছয়টায় হয়ে গেলো  আনুষ্ঠানিক পরিচয়পর্ব। সে সময় ইন্টার মায়ামির ক্লাবের মালিকপক্ষ থেকে নিজের জার্সি বুঝে নেন মেসি। উপস্থিত হন ক্লাবের সমর্থকদের সামনে। 


সে সময় ক্লাবের সমর্থকদের উদ্দেশে মেসি বললেন,  “আমরা ভালো সময় কাটাতে যাচ্ছি এবং ভালো কিছু ঘটবে। আপনাদের ধন্যবাদ, আজকের সব আয়োজনের জন্য আপনাদের ধন্যবাদ।”


আরও পড়ুন: সিরিজ জিতলো বাংলাদেশ


তিনি আরও বলেন, “প্রতিদ্বন্দ্বিতা করার জন্য অনুশীলনে নামতে আমার তর সইছে না। সব সময়ের মতো আমার ভেতর প্রতিদ্বন্দ্বিতা করার সেই একই তাড়না বোধ করছি। আমি সব সময়ের মতো জিততে চাই এবং মায়ামিকে আরও বেড়ে উঠতে সাহায্য করতে চাই।”


আরও পড়ুন: বৃষ্টির পর ফের শুরু বাংলাদেশ-আফগান লড়াই


ভক্তদের সমর্থন চেয়ে মেসি বলেন, “আমি আশা করি, পুরো মৌসুমজুড়ে আপনারা (সমর্থকরা) এভাবেই আমাদের সাথে থাকবে। ব্যক্তিগতভাবে আমি বিশ্বাস করি, এই প্রজেক্ট সফল করার জন্য আমার সতীর্থরা নিজেদের সবটুকু উজাড় করে দিবে।” 


জেবি/এসবি