ফের পিএসজিতে ফিরছেন সিমোন্স


Janobani

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ০৩:৪৮ অপরাহ্ন, ১৭ই জুলাই ২০২৩


ফের পিএসজিতে ফিরছেন সিমোন্স
চাভি সিমোন্স

নিজের দেশের ক্লাবে এক বছর পর থাকার পর আবারও  ফ্রান্সে ফিরছেন চাভি সিমোন্স। ইতোমধ্যে পিএসজিতে যোগ দিতে পিএসভি আইন্দহোভেন ছেড়ে গেছেন এই ডাচ মিডফিল্ডার।  


ডাচ ক্লাবটি এক বিবৃতিতে জানিয়েছে, পিএসজিতে চুক্তির কাজ সম্পন্ন করতে অনুশীলন ক্যাম্প ছেড়ে গেছেন ২০ বছর বয়সী এই ফুটবলার।


আরও পড়ুন: সমর্থকদের উদ্দেশে যে বার্তা দিলে মেসি


বার্সেলোনার একাডেমিতে বেড়ে উঠেছেন সিমোন্স। পরে ২০১৯ সালে যোগ দেন পিএসজিতে। সেখানেই ২০২১ সালে পেশাদার ফুটবলে অভিষেক হয় তার। গেল বছরের জুনে ৫ বছরের চুক্তিতে তিনি পাড়ি দেন পিএসভিতে। তবে সেখানে থাকলেন মাত্র ১ বছর।


আরও পড়ুন: সিরিজ জিতলো বাংলাদেশ


গেল মৌসুমে নেদারল্যান্ডসের শীর্ষ লিগে পিএসভির দ্বিতীয় হওয়ায় বড় অবদান ছিল সিমোন্সের। লিগে ৩৪ ম্যাচে ১৯ গোল করার পাশাপাশি ৮টি অ্যাস্টিস্ট করেছেন তিনি। জেতেন লিগের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার। নিজের দেশের ক্লাবটিতে তিনি জেতেন কেএনভিবি কাপ ও ইয়োহান ক্রুইগ শিল্ড।


জেবি/এসবি