সাংবাদিক ও সেলিব্রিটি হওয়া সহজ: বাপ্পারাজ


Janobani

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৫:০৯ অপরাহ্ন, ১৭ই জুলাই ২০২৩


সাংবাদিক ও সেলিব্রিটি হওয়া সহজ: বাপ্পারাজ
বাপ্পারাজ

ঢাকাই সিনেমার এক সময়ের জনপ্রিয় চিত্রনায়ক বাপ্পারাজ। বর্তমানে সিনেমায় নেই। তবুও সিনেমা ইন্ডাস্ট্রির অসঙ্গতি দেখলে মন কাঁদে তার। তাই মুখ খুলতেও ছাড়েন না। অকপটে নিজের মন্তব্য জানিয়ে থাকেন এ নায়ক। আবার বর্তমান সময়ে সাংবাদিক হওয়া কিংবা সেলিব্রেটি হওয়া খুব সহজ কাজ বলে মন্তব্য করেছেন ঢাকাই সিনেমার একসময়ের চিত্রনায়ক বাপ্পারাজ। 


রবিবার (১৬ জুলাই) এক ফেসবুক স্ট্যাটাসে এই নায়ক লিখেছেন, ‘আজকাল সাংবাদিক হওয়া কোনও ব্যাপার না, হাতে একটা স্মার্ট ফোন থাকলেই হলো। শিক্ষা, বিদ্যা, বুদ্ধির দরকার নেই, কোনও দায়বদ্ধতাও নেই। ক্যামেরা অন করে দাঁড়িয়ে পড়লেই হলো।’


এরপর সেলিব্রিটিদের নিয়ে কড়া সমালোচনা করে লেখেন, ‘সেলিব্রিটি হওয়া আরও সহজ। ওই সাংবাদিকদের সামনে একবার দাঁড়াতে পারলেই হলো, তারপর মনে যা চায় আবোল-তাবোল বকবেন। তাতেই ভাইরাল, আপনি হিট। বিশাল সেলিব্রিটি হয়ে গেলেন। যেমন বাহারি প্রশ্ন তেমন উত্তরদাতার বাহারি উত্তর। আসলেই আমরা দুর্ভিক্ষের মধ্যে আছি।’


হঠাৎ কেনো সাংবাদিক বা সেলিব্রিটিদের নিয়ে বাপ্পারাজের এই স্ট্যাটাস সেটা খোলাসা করেননি এই নায়ক। যদিও বাপ্পার এমন মন্তব্যকে ইতিবাচক দৃষ্টিতেই নিয়েছেন ফেসবুক ব্যবহারকারীরা। তারা মনে করছেন,  যথার্থ বলেছেন এই অভিনেতা।