তসলিমার পোস্ট শেয়ার করে শাওনের স্ট্যাটাস


Janobani

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৫:৩৯ অপরাহ্ন, ১৭ই জুলাই ২০২৩


তসলিমার পোস্ট শেয়ার করে শাওনের স্ট্যাটাস
মেহের আফরোজ শাওন, তসলিমা নাসরিন, চঞ্চল চৌধুরী

লেখিকা তসলিমা নাসরিনের ফেসবুক পোস্ট শেয়ার করে আবেঘন স্ট্যাটাস দিয়েছেন জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের সহধর্মিণী মেহের আফরোজ শাওন। 


রবিবার (১৬ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুকে ‘কিংবদন্তি’ অ্যালবামে শেয়ার করেছেন তসলিমার ওই পোস্ট। সেখানে তসলিমা-শাওনের সঙ্গে একই ফ্রেমে দেখা যায় জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরীকে।   


শাওন লেখেন, ‘বলেছিলাম “আপনার হাতটা একটু ধরতে চাই।” একটু সংকোচ নিয়ে হাত এগিয়ে দিলেন। ছুঁয়ে দেখি নরম তুলতুলে একটি হাত!! মাখনের মত!!! অথচ এই হাত দিয়েই লেখা হয়েছে কতশত শক্তিশালী অকপট নির্বচন! সেই হাত শক্ত করে ধরে আমি কিছুটা শক্তি নিলাম। বললাম, “অনেক ভালো থাকবেন, অনেকদিন…”।’


প্রসঙ্গত, ১৯৯৪ খ্রিষ্টাব্দের মে মাসে দ্য স্টেটসম্যান পত্রিকার এক সাক্ষাৎকারে তিনি ইসলামি ধর্মীয় আইন শরিয়া অবলুপ্তির মাধ্যমে কুরআন সংশোধনের ইচ্ছা প্রকাশ করেন। এই কারণে ইসলামপন্থীরা তার ফাঁসির দাবি জানাতে শুরু করে। তার পরেই তিনি দেশ ত্যাগ করে ভারতে পারি জমান।