পুতিন চান শস্য চুক্তি অব্যাহত রাখতে: এরদোয়ান


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৬:৪০ পিএম, ১৭ই জুলাই ২০২৩


পুতিন চান শস্য চুক্তি অব্যাহত রাখতে: এরদোয়ান
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান

‘তার বন্ধু’ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন চান শস্য চুক্তি অব্যাহত রাখতে। এমনটাই জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। যদিও ক্রেমলিন জানিয়েছে, তাদের দাবি পূরণ না হওয়া শস্য চুক্তির মেয়াদ আর বৃদ্ধি করা হবে না। 


তবে সৌদিতে সফরে যাওয়ার আগে ইস্তাম্বুলে তুর্কি প্রেসিডেন্ট এ কথা বলেন।


আরও পড়ূন: প্রেমের টানে সংসদ ছাড়লেন এমপি-স্পিকার


এরদোয়ান জানান, “তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সাথে ফোনে কথা বলবেন। এছাড়া সৌদি থেকে ফিরে এরদোয়ান নিজেও পুতিনকে ফোন দেবেন বলে জানিয়েছেন।”


আরও পড়ূন: যুক্তরাষ্ট্রে দেড় হাজার ফ্লাইট বাতিল


কোনো রকম ব্যাঘাত ছাড়াই এই চুক্তি অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেছেন এরদোয়ান। 


জেবি/এসবি