দেড়শ কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য পুড়ালো কাছাড় পুলিশ
সুজন চক্রবর্তী, আসাম (ভারত)
প্রকাশ: ১২:১৩ অপরাহ্ন, ১৮ই জুলাই ২০২৩
মাদক ধ্বংস দিবস উপলক্ষে আসামরাজ্যের কাছাড় পুলিশ প্রায় দেড়শ কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য পুড়ালো।
সোমবার (১৭ জুলাই) সারা দেশের সঙ্গে কাছাড় জেলার পুলিশ বিভিন্ন সময়ে অভিযান চালিয়ে উদ্ধার করা মাদকদ্রব্য পুড়িয়ে ধ্বংস করে। এর মধ্যে রয়েছে হেরোইন, ব্রাউন সুগার, গাঁজা, ইয়াবা ট্যাবলেট, কফ সিরাপ ইত্যাদি মাদকদ্রব্য পুড়ানো হয়।
মাদকদ্রব্যের স্তুপে অগ্নিসংযোগ করেন কাছাড়জেলার পুলিশ সুপার নুমুল মাহাতো। এদিন কাছাড়ের শ্রীকোনা অঞ্চলের একটি ইটভাটায় মাদক বিনষ্ট কর্মসূচি হিসেবে প্রায় দেড়শ কোটি টাকার মূল্যের বিভিন্ন ধরনের মাদক পুড়ালেন কাছাড়জেলার পুলিশ সুপার নুমুল মাহাতো।
এর মধ্যে রয়েছে হেরোইন ৩,৩০২ কেজি, ইয়াবা ট্যাবলেট ১৪,৭৩,৭৬৫ টি, গাঁজা ২১২•৯৫১কেজি, কফ সিরাপ ৩৭২৯ টি।
আরএক্স/