ইউক্রেনের ২৮ ড্রোন ভূপাতিত করেছে রাশিয়া
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৩:১১ অপরাহ্ন, ১৮ই জুলাই ২০২৩
রাশিয়া অধিকৃত ক্রিমিয়ায় রাতভর মুহুর্মুহু ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। তবে এসব ড্রোন গুলি করে ভূপাতিত করা হয়েছে বলে জানা গেছে।
মঙ্গলবার (১৮ জুলাই) সকালে রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শুইগু এমনটা দাবি করে জানিয়েছেন, রাশিয়ার সামরিক বাহিনী ইউক্রেনের অন্তত ২৮টি ইউএভি প্রতিহত করেছে।
রুশ প্রতিরক্ষামন্ত্রী গণমাধ্যমকে জানান, ক্রিমিয়া উপদ্বীপের পূর্বে গুরুত্বপূর্ণ অবকাঠামোর ওপর একটি গণড্রোন হামলার প্রচেষ্টাকে ব্যর্থ করেছে রাশিয়ান সামরিক বাহিনী।
আরও পড়ুন: ঘোষণা ছাড়াই হঠাৎ সফরে ইউক্রেনে ট্রুডো
সের্গেই শুইগু জানান, ১৭টি ইউক্রেনীয় ইউএভি বিমান রুশ প্রতিরক্ষা ব্যবস্থা দ্বারা ধ্বংস করা হয়েছে। আরও ১১টি ইউএভি লক্ষ্যে পৌঁছানোর আগেই ইলেকট্রনিকভাবে ধ্বংস করা হয়েছে।
ক্রিমিয়ার গভর্নর সের্গেই আকসিওনভে জানান, বিমান হামলার চেষ্টা হয়েছে, কিন্তু এতে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতি হয়নি।
জেবি/ আরএইচ