কলকাতার নতুন ওয়েব সিরিজে চঞ্চল


Janobani

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৩:৪২ অপরাহ্ন, ১৮ই জুলাই ২০২৩


কলকাতার নতুন ওয়েব সিরিজে চঞ্চল
চঞ্চল চৌধুরী

বাংলাদেশে বেশ জনপ্রিয় তিনি। নাটক থেকে শুরু সিনেমায় বেশ প্রভাবের সঙ্গে কাজ করছেন, আবার পা রাখলেন কোলকাতায় ,বলছি সবার প্রিয় চঞ্চল চৌধুরীর কথা। 


তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস ‘গণদেবতা’। ব্রিটিশ রাজত্বে বিপর্যস্ত বাংলার সামাজিক রাজনৈতিক পরিস্থিতি ও শিক্ষাব্যবস্থার কথা তুলে ধরা হয়েছে এ উপন্যাসে।


এবার ‘গণদেবতা’ উপন্যাস ওয়েব সিরিজে ফুটিয়ে তুলবেন কলকাতার পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়। এতে প্রধান চরিত্রে অভিনয় করবেন চঞ্চল চৌধুরী। ভারতীয় সংবাদমাধ্যমকে এ কথা জানিয়েছেন নির্মাতা নিজেই। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ‘গণদেবতা’ ও ‘পঞ্চগ্রাম’ দুটি উপন্যাস অবলম্বনে নির্মিত হবে সিরিজটি। এটি হবে পিরিয়ড ড্রামা।


নির্মাতা জানান, এরই মধ্যে ‘গণদেবতা’ উপন্যাসের স্বত্ব কেনা হয়েছে। চিত্রনাট্যের কাজ অনেকটাই হয়ে এসেছে। সেপ্টেম্বর-অক্টোবরের দিকে শুটিং শুরুর পরিকল্পনা রয়েছে। এ সিরিজে দুর্গার চরিত্রে দেখা যেতে পারে অরুনিমা ঘোষকে।


শিগগিরই আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়া হবে ‘গণদেবতা’ সিরিজটির।