Logo

একসঙ্গে দেশ ছাড়লেন তারা

profile picture
জনবাণী ডেস্ক
১৯ জুলাই, ২০২৩, ২২:০৪
66Shares
একসঙ্গে দেশ ছাড়লেন তারা
ছবি: সংগৃহীত

তবে একই ফ্লাইটে যাত্রা শুরু করলেও দুবাই গিয়ে পথ আলাদা হয়ে যাওয়ার কথা ৩জনের।

বিজ্ঞাপন

ফ্রাঞ্চাইজি ক্রিকেটের সুবাদে এবার একইসঙ্গে ৩জন যাত্রা করছেন। তবে গন্তব্য ভিন্ন। সাকিব আল হাসান যাচ্ছেন কানাডার গ্লোবাল টি-টোয়েন্টিতে অংশ নিতে। আর তাসকিন আহমেদ ও মুশফিকুর রহিমের ঠিকানা জিম্বাবুয়ের জিম-আফ্রো টি-টেন টুর্নামেন্ট।

মঙ্গলবার (১৯ জুলাই) দিবাগত রাত পৌনে ২টায়  এমিরেটস এয়ারলাইন্সে করে ঢাকার হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন বাংলাদেশ দলের এই ৩ ক্রিকেটার।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তবে একই ফ্লাইটে যাত্রা শুরু করলেও দুবাই গিয়ে পথ আলাদা হয়ে যাওয়ার কথা ৩জনের। দুবাই থেকে সাকিব আল হাসান উঠবেন কানাডার বিমানে এবং তাসকিন-মুশফিক ওঠার কথা জিম্বাবুয়ের বিমানে। এর আগে সন্ধ্যার পর লিটন দাস উড়াল দিয়েছেন কানাডার উদ্দেশে।

কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগে সারে জাগুয়ার্সের হয়ে খেলবেন লিটন দাস। সাকিব খেলবেন মন্ট্রিল টাইগার্সের হয়ে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এদিকে, জিম্বাবুয়েতে প্রথমবারের মতো আয়োজিত হচ্ছে জিম আফ্রো টি-টেন লিগ। নিলাম হওয়ার আগে মুশফিকুর রহিমকে দলে ভেড়ায় জোবার্গ বাফেলোস। এরপর নিলাম থেকে তাসকিন আহমেদকে নেয় বুলাওয়ে ব্রেভসে। আগামী ২০ থেকে ২৯ জুলাই হবে জিম আফ্রো টি-টেন লিগ।

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD