একসঙ্গে দেশ ছাড়লেন তারা


Janobani

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ১২:৩৪ অপরাহ্ন, ১৯শে জুলাই ২০২৩


একসঙ্গে দেশ ছাড়লেন তারা
ছবি: সংগৃহীত

ফ্রাঞ্চাইজি ক্রিকেটের সুবাদে এবার একইসঙ্গে ৩জন যাত্রা করছেন। তবে গন্তব্য ভিন্ন। সাকিব আল হাসান যাচ্ছেন কানাডার গ্লোবাল টি-টোয়েন্টিতে অংশ নিতে। আর তাসকিন আহমেদ ও মুশফিকুর রহিমের ঠিকানা জিম্বাবুয়ের জিম-আফ্রো টি-টেন টুর্নামেন্ট।


মঙ্গলবার (১৯ জুলাই) দিবাগত রাত পৌনে ২টায়  এমিরেটস এয়ারলাইন্সে করে ঢাকার হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন বাংলাদেশ দলের এই ৩ ক্রিকেটার।


আরও পড়ুন: প্রতিপক্ষের জালে ২৭ গোল দিল বায়ার্ন!


তবে একই ফ্লাইটে যাত্রা শুরু করলেও দুবাই গিয়ে পথ আলাদা হয়ে যাওয়ার কথা ৩জনের। দুবাই থেকে সাকিব আল হাসান উঠবেন কানাডার বিমানে এবং তাসকিন-মুশফিক ওঠার কথা জিম্বাবুয়ের বিমানে। এর আগে সন্ধ্যার পর লিটন দাস উড়াল দিয়েছেন কানাডার উদ্দেশে।


কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগে সারে জাগুয়ার্সের হয়ে খেলবেন লিটন দাস। সাকিব খেলবেন মন্ট্রিল টাইগার্সের হয়ে।


আরও পড়ুন: আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরির পথে আছেন শাকিল


এদিকে, জিম্বাবুয়েতে প্রথমবারের মতো আয়োজিত হচ্ছে জিম আফ্রো টি-টেন লিগ। নিলাম হওয়ার আগে মুশফিকুর রহিমকে দলে ভেড়ায় জোবার্গ বাফেলোস। এরপর নিলাম থেকে তাসকিন আহমেদকে নেয় বুলাওয়ে ব্রেভসে। আগামী ২০ থেকে ২৯ জুলাই হবে জিম আফ্রো টি-টেন লিগ।


জেবি/এসবি