শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেলন শাকিব খান
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০২:০৩ অপরাহ্ন, ১৯শে জুলাই ২০২৩
বেশ কয়েক দিন ধরেই আলোচনার কেন্দ্রবিন্দুতে জায়গা করে আছে ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক শাকিব খান ও চিত্রনায়িকা অপু বিশ্বাস। অতীতে স্বামী-স্ত্রীর সম্পর্কে বিচ্ছেদ হলেও কয়েক দিন ধরে সেই সম্পর্ক ফের জোড়া লাগছে বলে গুঞ্জন শোনা ও দেখা যাচ্ছে নানা মাধ্যমে।
মঙ্গলবার(১৮ জুলাই) শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসা জানিয়ে বলেন, আমার শুভাকাঙ্ক্ষীরা আমার জীবনের একটি অংশ এবং আমার প্রতি তাদের সমস্ত ভালোবাসা ও আমাকে নিয়ে চিন্তা করার বিষয়গুলো অবশ্যই প্রশংসার যোগ্য। সবার প্রতি আমার ভালোবাসা।’
এই লেখার সঙ্গে ঈদে মুক্তি পাওয়া সিনেমা প্রিয়তমার একটি পোস্টার প্রকাশ করেছেন পেইজে।
গত শনিবার (১৫ জুলাই) নিউ ইয়র্কে একসঙ্গে রাস্তায় ঘুরতে দেখা যায় শাকিব-অপুকে। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও-ও ছড়িয়ে পড়েছিল।
এ ছাড়া যুক্তরাষ্ট্রে একটি ঘরোয়া অনুষ্ঠানেও দেখা যায় তাদের। এরই মধ্যে রবিবার (১৬ জুলাই) এ প্রসঙ্গে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন ঢালিউড কুইন অপু বিশ্বাস। এরপর একই দিন দুপুর আড়াইটায় ফেসবুক ভেরিফায়েড পেজে একটি ছবি পোস্ট করেন শাকিব খান।
এদিকে শাকিবের সিনেমা এখনো সিঙ্গেল স্ক্রিনে দাপটের সঙ্গে চলছে, একই সঙ্গে বেড়েছে মাল্টিপ্লেক্সে শো সংখ্যাও।