Logo

ময়মনসিংহে জেলা আওয়ামীলীগের শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা

profile picture
জনবাণী ডেস্ক
২০ জুলাই, ২০২৩, ০৫:৪১
39Shares
ময়মনসিংহে জেলা আওয়ামীলীগের শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা
ছবি: সংগৃহীত

Peace organized by Awami League

বিজ্ঞাপন

ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের আয়োজনে শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বিএনপি জামাতের সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে বুধবার (১৯ জুলাই)ময়মনসিংহে এই শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

 

এ লক্ষে সকালে দলীয় নেতাকর্মীরা টাউন মাঠে সমবেত হয়। শোভাযাত্রার আগে টাউন হল মাঠে জেলা আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলমের সভাপতিত্বে জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক এম এ কুদ্দুসের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল। তিনি বলেন, বাংলাদেশ জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে, এগিয়ে  যাবে। যত কঠিন পথ আসুক, সকল বাধা পেরিয়ে এগিয়ে যাবে। তিনি আরো বলেন, আগামী দ্বাদশ নির্বাচনে নৌকার বিজয় হবেই হবে।

বিজ্ঞাপন

 দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, শেখ হাসিনার সরকার জাতীয় পর্যায়সহ স্থানীয়ভাবে ব্যাপক উন্নয়ন করেছে। শেখ হাসিনার এ সব উন্নয়ন জনগণের মাঝে বেশি বেশি প্রচার করতে হবে।

 

সমাবেশে এছাড়া বক্তব্য রাখেন, ভালুকার সংসদ সদস্য কাজিম উদ্দিন ধনু, জেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি ও এফবিসিসিআইয়ের সহ সভাপতি আমিনুল হক শামীম, সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক শওকত জাহান মুকুল, জেলা আওয়ামী লীগ নেতা সাজ্জাদ হোসেন শাহীন, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি এডভোকেট নুরুজ্জামান খোকন, কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগ নেত্রী আনোয়ারা খাতুন, ফুলবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ইমদাদুল হক সেলিম,গৌরীপুর আওয়ামীলীগের সভাপতি নিলুফার আঞ্জুম পপি, ত্রিশালের সভাপতি আবুল কালাম শামসুদ্দিন, জেলা পরিষদের সদস্য আব্দুল্লাহ আল মামুন আরিফ, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডঃ সেলীনা রশিদ, যুব মহিলা লীগের আহবায়ক অধ্যাপক বিলকিস খানম পাপড়ী প্রমুখ। 

বিজ্ঞাপন

পরে বিশাল শোভাযাত্রা শুরু হয়ে নগরী প্রদক্ষিণ করে রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে শেষ হয়। শোভাযাত্রায় ফুলবাড়িয়া, গফরগাও, গৌরীপুর, মুক্তাগাছা, ত্রিশাল, ফুলপুর,তারাকান্দা থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।উল্লেখ্য যে,ফুলবাড়িয়া উপজেলা থেকে উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ইমদাদুল হক সেলিম ও  সাধারণ সম্পাদক হারুন অর রশীদের নেতৃত্বে বিশাল মিছিল নিয়ে শান্তির সমাবেশে যোগদান করেন। এছাড়া সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত হন।

বিজ্ঞাপন

বিকালে মহানগর আওয়ামী লীগের উদ্যোগে শান্তি ও  উন্নয়ন শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শোভাযাত্রাটি রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বর থেকে শুরু হয়ে টাউনহল মোড়ে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় মহানগর আওয়ামী লীগের সভাপতি ও ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র ইকরামুল হক টিটু ও সাধারণ সম্পাদক মোহিত উর রহমান শান্ত সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরএক্স/

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD