লিটন দাসের কাছে পাত্তা পেলেন না কোহলি-রুট
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: ১১:৫৭ পূর্বাহ্ন, ২০শে জুলাই ২০২৩
বাংলাদেশের লিটন দাসের কাছে পাত্তা পেলেন না ভারতের বিরাট কোহলি আর ইংল্যান্ডের বাঘা ব্যাটার জো রুট। ২০২০ সাল থেকে বর্তমান, এই সময়ে শীর্ষ রান সংগ্রহ করা ব্যাটারদের তালিকায় বর্তমানে তিনে আছেন লিটন।
তিনে থাকা লিটন এই সময়ে ৩৬ দশমিক ৫৬ গড়ে ৭ সেঞ্চুরি ও ২৭ ফিফটিতে করেছেন ৪ হাজার ২৬৮ রান।
তার আগে যথাক্রমে এক ও দুই নম্বরে আছেন পাকিস্তানের বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান। এই সময়ে পাকিস্তানের অধিনায়ক বাবর আন্তর্জাতিক ক্রিকেটে ৪৯ দশমিক ৬৭ গড়ে রান করেছেন পাঁচ হাজার ৮১২।
আরও পড়ুন: অনুশীলনে যে বার্তা দিলেন মাহমুদউল্লাহ
যেখানে ১৫টি সেঞ্চুরির পাশাপাশি ছিল ৪২টি ফিফটিও। দুই নম্বরে অবস্থান করা আরেক পাকিস্তানি ক্রিকেটার রিজওয়ান এই সময়ে ৪৬ দশমিক ৬৪ গড়ে ৩ সেঞ্চুরি ও ৩৭ ফিফটিতে করেছেন চার হাজার ৪৭৮ রান।
আরও পড়ুন: মায়মিতে মেসির সঙ্গী হলেন আলবা
চারে থাকা রুটের রান চার হাজার ২২৮ ব্যাটিং গড় ৫১ দশমিক ৫৬ রান ১৩ সেঞ্চুরি ও ১৬ ফিফটিতে এই রান করেছেন তিনি। ভারতের তারকা ক্রিকেটার বিরাট কোহলি ৩৯ দশমিক ৭৭ গড়ে ৫ সেঞ্চুরি ও ৩০ ফিফটিতে করেছেন চার হাজার ১৭ রান।
জেবি/এসবি