Logo

অনুশীলনে যে বার্তা দিলেন মাহমুদউল্লাহ

profile picture
জনবাণী ডেস্ক
২০ জুলাই, ২০২৩, ০৪:২১
28Shares
অনুশীলনে যে বার্তা দিলেন মাহমুদউল্লাহ
ছবি: সংগৃহীত

বুধবার (১৯ জুলাই) সকালে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ছুটে আসেন ডানহাতি এই ব্যাটার।

বিজ্ঞাপন

সর্বশেষ কয়েকটি সিরিজ অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদকে ছাড়াই খেলেছে বাংলাদেশ। তিনি দলে না থাকলেও তাকে নিয়ে চলছে আলোচনা। তাকে বিশ্বকাপ দলে দেখা যাবে কিনা তা নিয়েও ক্রিকেট প্রেমীদের কৌতুহলের শেষ নেই। এ নিয়ে মিশ্র মন্তব্য দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও ক্রিকেট সংশ্লিষ্টরা। তবে রিয়াদও যে এখনও হাল ছাড়েননি, সেটাই আরেকবার টের পাওয়া গেল তার প্রস্তুতি দেখে!

তাই তো বুধবার (১৯ জুলাই) সকালে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ছুটে আসেন ডানহাতি এই ব্যাটার। এর পর ব্যাট হাতে তাকে একাডেমি মাঠে অনুশীলন করতে দেখা যায় তাকে। অনুশীলনের একটি ছবি দিয়ে নিজের ফেসবুক পোস্টে মাহমুদউল্লাহ লেখেন, “চ্যালেঞ্জ ইওর স্টোরি।”

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আসছে এশিয়া কাপ এবং বিশ্বকাপ দলে রিয়াদ থাকবেন কিনা সে বিষয়ে অবশ্য এখনো কোনো সিদ্ধান্ত নিতে পারেন। উত্তরে তিনি বলেন, “এটা এখনই আমি বলতে পারব না। আমরা ২২ তারিখের মধ্যে ফাইনাল স্কোয়াডটা করব, তার পর আপডেট দিতে পারব।”

বিজ্ঞাপন

 এশিয়া কাপের আসর আগামী ৩০ আগস্ট থেকে পাকিস্তান ও শ্রীলংকায় যৌথভাবে শুরু হচ্ছে। সেখানে ৩ সেপ্টেম্বর বাংলাদেশ প্রথম ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হবে। ‘বি’ গ্রুপে তাদের আরেক প্রতিপক্ষ শ্রীলংকা। পরে ৫ অক্টোবর থেকে ভারতের মাটিতে ওয়ানডে বিশ্বকাপ শুরু হবে। ৭ অক্টোবর ধর্মশালায় হতে যাওয়া ম্যাচেও বাংলাদেশের প্রতিপক্ষ রশিদ খানরা।

বিজ্ঞাপন

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD