নির্বাচনকালীন সরকারের প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকবেন শেখ হাসিনা বলেলেন তথ্যমন্ত্রী
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৪:৩১ অপরাহ্ন, ২১শে জুলাই ২০২৩

তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, বাংলাদেশে নির্বাচনের সময় সংবিধানের একচুলও ব্যত্যয় হবে না। বিএনপি এখন পা ভাঙা বাঘ, খাঁচায় বন্দী সিংহ। তারা যদি দেশের শান্তি বিনষ্ট করার চেষ্টা করে তাহলে সরকার জনগণকে সঙ্গে নিয়ে কঠোর হাতে দমন করবে।
শুক্রবার (২১ জুলাই) সকাল ১০টায় কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের বর্ধিত সভার আগে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, সংবিধান অনুযায়ী বর্তমান সরকার নির্বাচনকালীন সরকারের দায়িত্ব পালন করবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনকালীন সরকারের প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকবেন।
আরও পড়ুন: হিরো আলমকে মারধরের ঘটনাকে ষড়যন্ত্রমূলক বললেন তথ্যমন্ত্রী
হাছান মাহমুদ বলেন, তারা (বিএনপি) যে তত্ত্বাবধায়ক সরকারের দাবি সেটি শুধু পাকিস্তানেই আছে। আমার প্রশ্ন, তারা শুধু পাকিস্তানকে কেন অনুসরণ করে!
নির্বাচন কমিশনের আমন্ত্রণে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদলের আসাটা অত্যন্ত ইতিবাচক বলে জানান তথ্যমন্ত্রী।
জেবি/ আরএইচ/