দেশে ফিরেছেন ৮৪ হাজার ৫৭৪ জন হাজি
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ১০:৪৮ পূর্বাহ্ন, ২২শে জুলাই ২০২৩
সৌদি আরবে হজ পালন শেষে গত ২ জুলাই থেকে শুরু হওয়া ফিরতি ২২২টি দেশে ফিরেছেন ৮৪ হাজার ৫৭৪ জন হাজি।
শুক্রবার (২১ জুলাই) ধর্ম মন্ত্রণালয়ের হজ সম্পর্কিত সবশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হদেশে ফিরেছেন ৮৪ হাজার ৫৭৪ জন হাজিয়, হজ শেষে তিন এয়ারলাইন্সের মোট ২২২টি ফ্লাইটে করে দেশে ফিরেছেন ৮৪ হাজার ৫৭৪ জন হাজি। ২২২টি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট সংখ্যা ৯৯টি, সৌদিয়া এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট ৮৪টি এবং ফ্লাইনাসের ফ্লাইট ৩৯টি।
আরও পড়ুন: দেশে ফিরেছেন ৭৫ হাজার ৫২৪ হাজি
পবিত্র হজ পালন শেষে বিমান, ফ্লাইনাস ও সৌদিয়া এয়ারলাইনসের মাধ্যমে দেশে আসা হাজিদের জমজমের পানি বিতরণ করছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। সৌদি কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী হাজিরা ব্যক্তিগতভাবে নিজেদের সঙ্গে জমজমের পানি পরিবহন করতে পারবেন না। এয়ারলাইনসের পক্ষ থেকে তা পরিবহন ও বিতরণ করা হবে। নিয়ম অনুযায়ী প্রতি হাজিকে পাঁচ লিটার করে জমজমের পানি সরবরাহ করা হচ্ছে বলে জানিয়েছে বিমান।
জেবি/এসবি