আওয়ামী লীগের বর্ধিত সভার তারিখ পরিবর্তন
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৩:৪৮ অপরাহ্ন, ২২শে জুলাই ২০২৩
আওয়ামী লীগের বর্ধিত সভার তারিখ পরিবর্তন করে সভাটি ৩০ জুলাইয়ের পরিবর্তে ৬ আগস্ট অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া গণমাধ্যমকে এ তথ্য জানান।
এর আগে, বৃহস্পতিবার (২০ জুলাই) দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সই সংবলিত এক চিঠিতে বলা হয়, আগামী ৩০ জুলাই সকাল সাড়ে ১০টায় আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের এক বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হবে। বর্ধিত সভায় সভাপতিত্ব করবেন শেখ হাসিনা।
আরও পড়ুন: বিএনপি আন্দোলনে হেরে গেছে, নির্বাচনেও হারবে: কাদের
আওয়ামী লীগের জাতীয় কমিটি, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ, উপদেষ্টা পরিষদের সদস্যরা, জেলা/মহানগর ও উপজেলা /থানা/ পৌর (জেলা সদরে অবস্থিত পৌরসভা) আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদকরা, জাতীয় সংসদের দলীয় সদস্যরা, জেলা পরিষদ ও উপজেলা পরিষদের দলীয় চেয়ারম্যানরা, সিটি কর্পোরেশন ও পৌরসভার দলীয় মেয়ররা এবং সহযোগী সংগঠনসমূহের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকরা সভায় উপস্থিত থাকবেন।
জেবি/এসবি