ভারতের সঙ্গে সিরিজে সমতা বাংলাদেশের মেয়েদের

রান তাড়ার প্রথম দিকে যদিও ভালো করছিল ভারতের মেয়েরা।
বিজ্ঞাপন
দুর্দান্ত লড়াইয়ে ভারতের মেয়েদের জিততে দিল না বাংলাদেশ। ২২৬ রানের লক্ষ্যে খেলতে নেমে ভারত ১০উইকেট হারিয়ে তুলতে পেরেছে ২২৫ রান। ফলে সিরিজের শেষ ম্যাচ টাই হয়েছে।
রান তাড়ার প্রথম দিকে যদিও ভালো করছিল ভারতের মেয়েরা। এক পর্যায়ে ২ উইকেটে তারা তুলেছিল ১৩৯ রান। তবে দুর্দান্তভাবে ম্যাচ নিজেদের দিকে টেনে নেয় নিগার সুলতানা জ্যোতির দল।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
২১৭ রানে ভারতের নবম উইকেট পতনের পর আরও ৮ রান নিয়ে ম্যাচ টাই করে ফেলে ভারতের মেয়েরা। ফলে তিন ম্যাচের সিরিজ ১-১ সমতায় শেষ করেছে টাইগ্রেসরা।
জেবি/এসবি








