Logo

ভারতের বিপক্ষে সিরিজ ড্র করায় নারী দলকে বড় সুখবর দিল বিসিবি

profile picture
জনবাণী ডেস্ক
২৪ জুলাই, ২০২৩, ০১:১৬
40Shares
ভারতের বিপক্ষে সিরিজ ড্র করায় নারী দলকে বড় সুখবর দিল বিসিবি
ছবি: সংগৃহীত

দলের ক্রিকেটারদের সঙ্গে দেখা করে সংবাদমাধ্যমকে এই বোনাসের কথা জানান তিনি।

বিজ্ঞাপন

শক্তিশালী ভারতের বিপক্ষে সিরিজ ড্র করার কারণে বড় অঙ্কের বোনাস পাচ্ছেন বাংলাদেশ নারী দলের ক্রিকেটাররা। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানান, “৩৫ লাখ টাকার অর্থ পুরস্কার পাচ্ছেন নারী ক্রিকেটাররা।”

রবিবার (২৩ জুলাই)  দলের ক্রিকেটারদের সঙ্গে দেখা করে সংবাদমাধ্যমকে এই বোনাসের কথা জানান তিনি।

বিজ্ঞাপন

ভারতের বিপক্ষে দুর্দান্ত এক সিরিজ কাটিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। টি-২০ সিরিজ হারলেও জয় পায় শেষটিতে। পরে প্রথম ওয়ানডেতে ভারতকে হারিয়ে গড়ে ইতিহাস। এই ফরম্যাটে প্রথমবারের মতো তাদের বিপক্ষে জয় পায় টাইগ্রেসরা। দ্বিতীয় ম্যাচ হারলেও তৃতীয় ম্যাচ টাই হওয়ায় সিরিজ শেষ হয়েছে সমতায়।  

বিজ্ঞাপন

এছাড়াও বাংলাদেশের বেশ কয়েকজন ক্রিকেটার দারুণ পারফরম্যান্স করেছেন। এই সিরিজেই ওয়ানডেতে বাংলাদেশের প্রথম সেঞ্চুরিয়ান হন ফারজানা হক পিংকি। নজর কাড়ে মারুফা আক্তার, রাবেয়া খানদের বোলিংও। পুরো দল ও পারফরমারদের এবার আলাদা করে ৩৫ লাখ টাকা বোনাস দেওয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 

বিজ্ঞাপন

জেবি/এসবি 

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD