পাঁয়ে হেঁটে অমরনাথ যাত্রা সারা আলি খানের
সুজন চক্রবর্তী, আসাম (ভারত)
প্রকাশ: ০৫:১২ পিএম, ২৩শে জুলাই ২০২৩

পায়ে হেঁটে অমরনাথ ধামে যাত্রা করলেন সারা আলি খান। না কোন ছবির শুটিং নয়, নাই কোনও লোক দেখানো। এমনকি তারকা হওয়ার কোনও সুবিধা নিলেন না।
শনিবার (২২ জুলাই) লাঠিকে সঙ্গী করে ঠান্ডায় হেঁটে পৌঁছলেন মহাদেবের কাছে। বলিউড অভিনেত্রী মহাদেব ভক্ত। মাঝে মধ্যেই বাবার কাছে পৌঁছে যান। এবার যেন কামাল করলেন।
পায়ে হেঁটে অমরনাথ ধামে যাত্রায় সামিল হলেন তিনি। শুধু তা নয়, প্রকাশ্যে বলতে শোনা গেল "হর হর মহাদেব"। অভিনেত্রীর কান্ডে সারা পড়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। এমনকি তাকে সাধুবাদ জানিয়েছেন অনেকেই।
আরএক্স/