গৃহকর্মীর হাতে নির্যাতনের শিকার কাঞ্চন-শ্রীময়ীর মেয়ে


Janobani

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৫:৩৬ পিএম, ২৬শে আগস্ট ২০২৫


গৃহকর্মীর হাতে নির্যাতনের শিকার কাঞ্চন-শ্রীময়ীর মেয়ে
ছবি: সংগৃহীত

অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ ও তৃণমূল বিধায়ক-অভিনেতা কাঞ্চন মল্লিকের নয় মাস বয়সী কন্যা কৃষভি গৃহকর্মীর নির্যাতনের শিকার হয়েছেন। সম্প্রতি বাড়ির সিসিটিভি ফুটেজে দেখা যায়, কান্নাকাটি করা শিশুটিকে উপুড় করে শুইয়ে মারধর করছেন গৃহকর্মী। এ ঘটনায় শিউরে ওঠেন শ্রীময়ী।


ঘটনা জানাজানি হতেই দ্রুত গৃহকর্মীকে বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি আইনি পদক্ষেপ নেয়ার কথাও ভাবছেন কাঞ্চন মল্লিক।


আরও পড়ুন: ‘ভয়ংকর’ আফ্রিদির বর্ণনা দিলেন তারই বন্ধু তানভীর রাহী


শিশু নির্যাতনের পাশাপাশি ওই গৃহকর্মীর বিরুদ্ধে চুরির অভিযোগও উঠেছে। শ্রীময়ী জানিয়েছেন, তাদের বাড়ি থেকে রুপোর থালা, প্রদীপসহ বিভিন্ন বাসনপত্র হারিয়ে যাচ্ছিল। পরে জানা যায়, সিসিটিভি বন্ধ করে সুযোগ বুঝে গৃহকর্মী এসব জিনিস বাইরে পাচার করতেন।


আরও পড়ুন: আমি বিবাহিত, ফেসবুকে প্রমাণ দেওয়ার কিছু নেই: অপু বিশ্বাস


এ ঘটনায় গভীর দুশ্চিন্তায় পড়েছেন দম্পতি। শ্রীময়ী বলেন, মেয়েকে নিরাপদে বড় করার জন্য পরিচারিকা রেখেছিলেন, কিন্তু তার কাছ থেকেই এমন নির্দয় আচরণের শিকার হতে হলো সন্তানকে। অন্যদিকে কাঞ্চন মল্লিক জানিয়েছেন, পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনে আইনের আশ্রয় নেবেন তারা।