আমি বিবাহিত, ফেসবুকে প্রমাণ দেওয়ার কিছু নেই: অপু বিশ্বাস


Janobani

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১২:৫২ পিএম, ২৬শে আগস্ট ২০২৫


আমি বিবাহিত, ফেসবুকে প্রমাণ দেওয়ার কিছু নেই: অপু বিশ্বাস
ছবি: সংগৃহীত

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস জানিয়েছেন, ব্যক্তিগত জীবন সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করার কোনো প্রয়োজন নেই। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, “আমি বিবাহিত, সেটা ফেসবুকে প্রমাণ করার মতো কিছু নেই। সংসার জীবনের স্বীকৃতি ফেসবুকের মাধ্যমে প্রতিষ্ঠিত করতে হলে তো বিয়ে করার দরকার হতো না।”


২০০৮ সালে ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খানের সঙ্গে গোপনে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন অপু। দীর্ঘদিন বিষয়টি গোপন রাখলেও ২০১৭ সালে ছেলে আব্রাম খান জয়ের জন্মের পর বিষয়টি প্রকাশ্যে আনেন তিনি। এরপর তাদের সংসারে ভাঙন আসে এবং পরবর্তী বছরই তারা বিচ্ছেদ করেন।


আরও পড়ুন: পরীমণির নামে ভারতে তৈরি হচ্ছে সিনেমা


সন্তানের কারণে দুজনের সম্পর্ক আবারও কিছুটা উন্নতি করেছে। সময়ের সঙ্গে সঙ্গে অপু ও শাকিবের সম্পর্ক কিছুটা নরম হলেও শাকিবের বর্তমান স্ত্রী শবনম বুবলীর সঙ্গে দূরত্ব তৈরি হওয়ায় আবারও এই জুটির নাম আলোচনায় এসেছে।


অপু সাক্ষাৎকারে আরও বলেন, “আমার যতটুকু মনে হয়েছে জানানো দরকার, জানিয়েছি। এর বেশি পারিবারিক বিষয় আমি ব্যক্তিগত হিসেবেই রাখতে চাই। যদি ফেসবুকে সব দেখিয়ে সংসার প্রতিষ্ঠা করতে হয়, তাহলে তো বিয়ে করার দরকার হতো না।”


আরও পড়ুন: কাবিলা যে আমাকে মিস করে, এটা ভালো লাগছে: পারসা ইভানা


তিনি নিজের প্রিয় নায়ক শাহরুখ খানের উদাহরণ দিয়ে বলেন, “শাহরুখ দর্শকদের ততটুকুই জানিয়েছেন, যতটুকু প্রয়োজন মনে করেছেন। আমিও মনে করি না যে লিমিটেশনের বাইরে গিয়ে দর্শককে কিছু জানাতে হবে।”


অপু বিশ্বাস স্পষ্ট করে দিয়েছেন যে তার বিবাহিত জীবন ফেসবুকে প্রমাণের বিষয় নয়, এবং ব্যক্তিগত জীবন তিনি ব্যক্তিগত রাখতেই চান।