মারা গেলেন কেজিএফ সিনেমার খলনায়ক
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০২:২৪ পিএম, ২৬শে আগস্ট ২০২৫

প্রখ্যাত কন্নড় অভিনেতা দীনেশ ম্যাঙ্গালুরু আর নেই। সোমবার (২৫ আগস্ট) ভোর সাড়ে ৩টার দিকে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর।
পরিবার জানিয়েছে, দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছিলেন দীনেশ। সম্প্রতি মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে তাকে হাসপাতালে ভর্তি করা হলেও শেষ পর্যন্ত আর বাঁচানো যায়নি।
আরও পড়ুন: ‘ভয়ংকর’ আফ্রিদির বর্ণনা দিলেন তারই বন্ধু তানভীর রাহী
দক্ষিণী সুপারস্টার যশ অভিনীত ব্লকবাস্টার ‘কেজিএফ’ ও ‘কেজিএফ ২’-এ ‘বোম্বে ডন’-এর চরিত্রে অভিনয় করে দীনেশ ব্যাপক জনপ্রিয়তা পান। অভিনয় জীবনে তিনি বেশিরভাগ সময় খলনায়কের ভূমিকায় অভিনয় করলেও দর্শকের ভালোবাসা অর্জন করেছেন সহজেই।
তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে- ‘রিকি’, ‘উলিদাভারু কান্দান্থে’, ‘রানা বিক্রম’, ‘আম্বারি’, ‘সাভারি’, ‘স্লাম বালা’, ও ‘দুর্গা’। পাশাপাশি তিনি রাজনীতিতেও সক্রিয় ছিলেন। শুধু অভিনয়েই নয়, শিল্প নির্দেশক হিসেবেও তিনি কাজ করেছেন ‘নাম্বার ৭৩’ ও ‘শান্তিনিবাস’ সিনেমায়।
আরও পড়ুন: আমি বিবাহিত, ফেসবুকে প্রমাণ দেওয়ার কিছু নেই: অপু বিশ্বাস
মঙ্গলবার (২৬ আগস্ট) শ্রদ্ধা নিবেদন শেষে বেঙ্গালুরুর একটি শ্মশানে দীনেশ ম্যাঙ্গালুরুর শেষকৃত্য সম্পন্ন হবে। তার মৃত্যুতে শোক জানিয়েছেন সহকর্মী ও ভক্তরা।
এএস