শুভশ্রীর সঙ্গে পর্দায় নিজেকে দেখে দেবের চোখে পানি, ভিডিও ভাইরাল
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১২:১২ পিএম, ২৬শে আগস্ট ২০২৫

দশ বছরের অপেক্ষার পর পর্দায় ফিরেছে টলিউডের জনপ্রিয় জুটি দেব-শুভশ্রী। ‘ধূমকেতু’ মুক্তির পর থেকেই দর্শক-ভক্তদের মধ্যে তুমুল উচ্ছ্বাস। গত ১৪ আগস্ট মুক্তির পর ছবিটি বক্স অফিসে সাড়া ফেলেছে, আর অ্যাডভান্স বুকিংয়েই মিলেছিল সেই ইঙ্গিত।
শনিবার বিশেষ প্রদর্শনীতে প্রেমিকা রুক্মিণী মৈত্রকে সঙ্গে নিয়ে উপস্থিত ছিলেন দেব। ছবির শেষ দৃশ্যে শুভশ্রীর সঙ্গে নিজের নানা মুহূর্তের কোলাজ পর্দায় উঠতেই আবেগ ধরে রাখতে পারেননি তিনি। টলিউড অনলাইনের প্রকাশ করা এক ভিডিওতে দেখা যায়, দেবের চোখ ভিজে উঠছে। মুহূর্তেই সেই ভিডিও ভাইরাল হয়ে যায় নেট দুনিয়ায়।
আরও পড়ুন: পরীমণির নামে ভারতে তৈরি হচ্ছে সিনেমা
নেটিজেনদের কেউ কেউ লিখেছেন, "দশ বছর পর আবার ইতিহাসের সাক্ষী হলাম", কেউবা বলেছেন, "এই জুটি সবসময়ই আলাদা আবেগ জাগায়"।
উল্লেখ্য, দেব-শুভশ্রী শুধু পর্দায় নয়, বাস্তব জীবনেও একসময় ছিলেন সম্পর্কের সম্পর্কে। তবে বিচ্ছেদের পর দীর্ঘদিন একসঙ্গে কোনো ছবিতে দেখা যায়নি তাঁদের। ‘ধূমকেতু’ সেই দীর্ঘ বিরতির পর দুজনকে আবারও এক করেছে।
আরও পড়ুন: কাবিলা যে আমাকে মিস করে, এটা ভালো লাগছে: পারসা ইভানা
ট্রেলার লঞ্চ থেকে শুরু করে বড়মা মন্দিরে রং মিলান্তির আচার—সব মিলিয়ে এই ছবিকে ঘিরে দর্শকদের আবেগ ছিল আলাদা। তাই ভক্তদের কাছে ‘ধূমকেতু’ শুধু একটি সিনেমা নয়, বরং এক দশক পরের টলিউড ইতিহাসের অংশ।
আরএক্স/