পরীমণির নামে ভারতে তৈরি হচ্ছে সিনেমা
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৭:৩৮ পিএম, ২৫শে আগস্ট ২০২৫

বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী পরীমণির নামেই তৈরি হচ্ছে একটি ভৌতিক সিনেমা ভারতে। পশ্চিমবঙ্গের নির্মাতারা তাদের নতুন চলচ্চিত্রের নাম রেখেছেন ‘পরীমণি’, তবে এর সঙ্গে বাংলাদেশের অভিনেত্রী পরীমণির কোনো সম্পৃক্ততা নেই।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সিদ্ধার্থ চক্রবর্তী ও সৌভিক দে’র পরিচালনায় নির্মিত এই সিনেমা মুক্তি পাবে আসন্ন দীপাবলিতে, আগামী অক্টোবরেই। এতে ভৌতিক আবহের পাশাপাশি সমাজের কিছু গোপন বাস্তবতা ফুটিয়ে তোলা হবে।
আরও পড়ুন: সিনেমার নায়ক থেকে যেভাবে রাজনীতির ময়দানে জননায়ক বিজয়
গল্পে দেখা যাবে ‘পরী’ নামের এক কিশোরীর জীবনের টানাপোড়েন। তার একদিকে রয়েছে স্বাভাবিক জীবন, অন্যদিকে লুকিয়ে আছে ভয়, অতীতের জটিলতা ও দায়বদ্ধতার নানা অধ্যায়।
পরিচালক সৌভিক দে জানান, প্রথমে এটি কেবল একটি হরর কনসেপ্ট ছিল। কিন্তু নির্মাণের সময় তারা বুঝতে পারেন, ভয়কে কেন্দ্র করেই সমাজের সত্যিকারের প্রতিচ্ছবি তুলে ধরা সম্ভব। সিনেমার মাধ্যমে দর্শকদের কাছে সেই আবহ পৌঁছে দিতে চান তারা।
আরও পড়ুন: থাইল্যান্ডের ক্লাবে আবারও ভাইরাল ‘কাঁচা বাদাম গার্ল’ অঞ্জলি আরোরা
সিনেমায় অভিনয় করেছেন তনুশ্রী চক্রবর্তী, রজতাভ দত্ত, দেবরাজ ভট্টাচার্য ও প্রজ্ঞা গোস্বামীসহ আরও অনেকে। ‘পরীমণি’ ছবির শুটিং শেষ হয়েছে এবং এখন মুক্তির প্রস্তুতি চলছে।
এএস